https://www.emjanews.com/

8741

international

প্রকাশিত

২২ আগস্ট ২০২৫ ১৩:২০

আপডেট

২২ আগস্ট ২০২৫ ১৫:১৫

আন্তর্জাতিক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবৈধ বাংলাদেশি হিসেবে ফেরত পাঠানো উচিত-ওয়েইসি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৫ ১৩:২০

হায়দরাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়েইসি ছবি সংগৃহিত

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবৈধ বাংলাদেশি হিসেবে ফেরত পাঠানো উচিত বলে মন্তব্য করেছেন হায়দরাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়েইসি। বৃহস্পতিবার (২১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর ‘আইডিয়া এক্সচেঞ্জ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওয়েইসি বলেন, 'সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন এ দেশে রয়েছেন? তিনিও তো বাংলাদেশি। যদি সত্যিই বাংলাদেশিদের ফেরত পাঠাতে হয়, তবে তাঁকেই আগে ফেরত পাঠানো হোক।'

তিনি সমালোচনা করে আরও বলেন, একদিকে শেখ হাসিনাকে ভারতে থাকতে দেওয়া হচ্ছে, অন্যদিকে বাংলাভাষী দরিদ্র মানুষদের ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ আখ্যা দিয়ে সীমান্তে ফেলে দেওয়া হচ্ছে। মালদহ, মুর্শিদাবাদসহ বিভিন্ন জেলার মানুষকে বিনা যাচাই উড়োজাহাজে চাপিয়ে সীমান্তে নামিয়ে দেওয়া হচ্ছে। এতে সাধারণ বাংলাভাষী নাগরিকরা চরম ভোগান্তিতে পড়ছেন।

লোকসভার এই সদস্যের মতে, ভারতের উচিত বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা, জনপ্রিয় অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া। কিন্তু এর পরিবর্তে পুলিশ ও প্রশাসন যেভাবে বাংলাভাষী মানুষদের প্রতি বিদেশাতঙ্ক সৃষ্টি করছে, তা মানবাধিকারের পরিপন্থী।

ওয়েইসির প্রশ্ন, 'দেশে যিনি বাংলায় কথা বলছেন, তাকেই বাংলাদেশি বলা হচ্ছে। এ অধিকার পুলিশকে কে দিয়েছে? সবাই কেন পাহারাদারের ভূমিকায়?'

তিনি অভিযোগ করেন, বর্তমান নীতির মাধ্যমে বিজেপি সরকার গরিব ও প্রান্তিক জনগোষ্ঠীকে হয়রানি করছে, অথচ প্রকৃত রাজনৈতিক কারণে ভারতে অবস্থানরত ব্যক্তিদের বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না।