মালয়েশিয়ায় সম্পন্ন হলো দুই দিনব্যাপী আন্তর্জাতিক উদ্যোক্তা সম্মেলন
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫ ১১:৩৩
ছবি: সংগৃহীত।
মালয়েশিয়ার পেতালিং জায়ায় জেসিআই পেতালিং জায়া ও ইয়ুথ হাব ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী আন্তর্জাতিক উদ্যোক্তা সম্মেলন (আইইএস ২০২৫)। ২১ ও ২২ আগস্ট আয়োজিত এ সম্মেলনে তরুণ উদ্যোক্তা, শিল্প বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকরা অংশ নেন।
দুই দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণকারীরা উদ্ভাবন, প্রযুক্তি, টেকসই উন্নয়ন এবং উদ্যোক্তা বিষয়ক নানা দিক নিয়ে মতবিনিময় করেন। সম্মেলনটি অংশগ্রহণকারীদের জন্য অনুপ্রেরণা, জ্ঞানার্জন ও সহযোগিতার সমৃদ্ধ সুযোগ তৈরি করে। পাশাপাশি এটি আন্তঃখাতীয় নেটওয়ার্কিং ও অংশীদারিত্ব গড়ে তোলার কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।
সম্মেলনের অংশ হিসেবে প্রতিনিধিদল মালয়েশিয়ার তিনটি শীর্ষ প্রতিষ্ঠান- MATRADE, WORQ এবং Hextar Group-পরিদর্শন করে। সেখানে তারা আন্তর্জাতিক বাণিজ্য, কো-ওয়ার্কিং ইকোসিস্টেম এবং সবুজ প্রযুক্তির অগ্রযাত্রা সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করেন।
বিভিন্ন কীনোট সেশনে স্টার্টআপ ইকোসিস্টেম, আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ব্যবসা এবং টেকসই রূপান্তর কৌশল নিয়ে আলোচনা হয়। এসব বিষয় তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন দৃষ্টিভঙ্গি ও ব্যবসায়িক ধারণার পথ খুলে দেয়।
সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল গালা ডিনার। এখানে উদ্যোক্তাদের নেটওয়ার্কিংয়ের পাশাপাশি দুটি তরুণ স্টার্টআপ দল তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। সৃজনশীল ধারণাগুলো উপস্থিত অতিথিদের মুগ্ধ করে এবং তরুণ উদ্যোক্তাদের সম্ভাবনাকে নতুনভাবে তুলে ধরে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়,‘আইইএস ২০২৫ এর সফলতা সকল অংশীদার, বক্তা, পৃষ্ঠপোষক এবং অংশগ্রহণকারীদের সম্মিলিত সহযোগিতার ফল। এই সম্মেলন কেবল একটি অনুষ্ঠান নয়; এটি এমন এক যাত্রা যা তরুণদের শক্তিকে একত্রিত করে টেকসই ও সমৃদ্ধ ভবিষ্যতের বীজ বপন করেছে।’
দুই দিনের এ সম্মেলনে কেউ নতুন ব্যবসায়িক ধারণা পেয়েছেন, কেউ বা জীবনের নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করেছেন। অংশগ্রহণকারীদের চোখেমুখে এখনও অনুপ্রেরণার ঝিলিক স্পষ্ট।
