https://www.emjanews.com/

9027

sylhet

প্রকাশিত

৩০ আগস্ট ২০২৫ ১২:৩৩

আপডেট

৩০ আগস্ট ২০২৫ ২৩:০০

সিলেট

প্রাথমিকের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি আদায়ে ঢাকায় মহাসমাবেশ

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫ ১২:৩৩

ছবি: সংগৃহিত।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ন্যূনতম বেতন ১১তম গ্রেডে উন্নীতকরণ এবং সহকারী শিক্ষকদের মধ্য থেকেই শতভাগ পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক পদ পূরণসহ তিন দফা দাবি আদায়ে মহাসমাবেশ করেছেন।

শনিবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই মহাসমাবেশ শুরু হয়। এতে সারা দেশ থেকে আগত হাজারো শিক্ষক অংশ নেন। শিক্ষক সমাবেশে পুরো শহীদ মিনার চত্বর ভরে ওঠে।

এই মহাসমাবেশের ডাক দিয়েছে প্রাথমিক শিক্ষকদের ছয়টি পৃথক সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা ‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’।

শিক্ষকেরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

মহাসমাবেশে সংহতি প্রকাশ করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক নেতা সেলিম ভূঁইয়া। তিনি বলেন, বর্তমান সরকার দাবি পূরণ না করলে ভবিষ্যতে ক্ষমতায় গেলে বিএনপি এই দাবি বাস্তবায়ন করবে। সমাবেশে আরও কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সংহতি জানানোর কথা রয়েছে।

এ ছাড়া বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, দাবি পূরণ না হলে তিনি আইনি লড়াইয়ের মাধ্যমে তাদের পক্ষে দাবি আদায়ের চেষ্টা করবেন।

মহাসমাবেশে আরও বক্তব্য দেন সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদসহ অন্যান্য শিক্ষক নেতারা।