শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9055

economics

প্রকাশিত

৩০ আগস্ট ২০২৫ ২১:২০

আপডেট

৩০ আগস্ট ২০২৫ ২২:৩৮

অর্থনীতি

সিলেটে নারী উদ্যোক্তাদের ‘অপরাজিতা অ্যাওয়ার্ড’ প্রদান

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫ ২১:২০

ছবি: সংগৃহিত।

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ’নারীরা এখন আর পিছিয়ে নেই। তাদের প্রতিভা, মেধা ও সাহসিকতা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সিলেটের নারী উদ্যোক্তারা যেভাবে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে আসছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। তাদের প্রতিটি সাফল্য শুধু পরিবার নয়, পুরো সিলেটের গৌরব।’

তিনি বলেন, ’আজকের এই সম্মাননা শুধুমাত্র একটি পুরস্কার নয়, এটি নারী উদ্যোক্তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে। নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার। তাদের এগিয়ে দিতে সরকারি-বেসরকারি সহযোগিতা আরও বাড়াতে হবে। বিশেষ করে সহজলভ্য ঋণ, প্রশিক্ষণ এবং বাজারজাতকরণের সুযোগ তৈরি করতে পারলে নারীরা অর্থনীতির মূল স্রোতে আরও শক্তভাবে দাঁড়াতে পারবেন।’ 

তিনি শনিবার (৩০ আগস্ট) বিকেলে নগরীর আরামবাগস্থ একটি কনভেনশন হলে দিনব্যাপী বুম বক্স কমিউনিকেশন্স এর আয়োজনে সিলেট নারী উদ্যোক্তা সম্মেলন-২০২৫ ও  ‘অপরাজিতা এওয়ার্ড ’ অনুষ্ঠানে সিলেটের ১২ জন নারী উদ্যোক্তাকে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় অপরাজিতা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। 

দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে ছিলো বিভিন্ন সেশন, যেখানে আলোচিত হয় নারী উদ্যোক্তাদের সহজলভ্য ঋণ, ব্যবসা পরিচালনার চ্যালেঞ্জ, ডিজিটাল মার্কেটিংয়ের সুযোগ, এবং নারী নেতৃত্বের বিকাশ।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, সিলেটসহ গোটা দেশে নারী উদ্যোক্তাদের জন্য ব্যাংকিং সুবিধা সহজ করতে হবে এবং তরুণ প্রজন্মের মেয়েদের ব্যবসায়িক উদ্যোগে উৎসাহিত করতে হবে।

বুম বক্স কমিউনিকেশন্স এর ফাউন্ডার এবং ব্যবস্থাপনা পরিচালক এম জি রব্বানীর সভাপতিত্বে ও নাহিদা খান সুমি এর পরিচালনায় অতিথি ছিলেন, সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের এডিশনাল ডিরেক্টর মো. নজরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের  এক্সিকিউটিভ ডিরেক্টর খালেদ আহমদ, বাংলাদেশ ব্যাংকের একজিইউএস এম্বাসি ঢাকার এক্সচেঞ্জ অ্যালামনাই সাইদা জামিলা বকুল জুঁথি, এনআরবি ব্যাংক পিএলসি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আলী আকবর ফারাজী, সিলেট ইন্সপেক্টিং রেঞ্জ-১ অতিরিক্ত কর কমিশনার, মো. আনোয়ার সাদাত।

 

এসময় উপস্থিত ছিলেন, ড. মিহির কান্তি চৌধুরী, ইফফাত আরা খান, মিলাদ হোসেন, মাজহারুল ইসলাম জয়নাল, পিংকী রোজারিও রোজ , মোছা: শামছুন্নাহার সুমা প্রমুখ।

বুম বক্স কমিউনিকেশন্স এর উদ্যোগে সিলেট উইমেন্স ইন্টারপ্রেনারশিফ সামিট -২০২৫ ও ‘অপরাজিতা’ অনুষ্ঠানে যারা এ্যাওয়ার্ড পেলেন,ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের সাবেক প্রিন্সিপাল রাবেয়া খান আহমেদ, উদ্যোক্তা শামা হক চৌধুরী, সোশ্যাল ওয়ার্কার উদ্যোক্তা ফারমিস আক্তার, তাঁত শিল্পে রাধাবতী দেবী, উদ্যোক্তা মনোজাহা পলী ইসলাম, সাংবাদিকতা জিটিভি সিলেট প্রতিনিধি  বিলকিস আক্তার সুমি, উদ্যোক্তা ফেরদৌসি মোহিউদ্দিন, ব্যবসায়ী সোশাল ওয়ার্কার শেলিনা আক্তার চৌধুরী, উদ্যোক্তা তাহিয়া তালবিয়া মিম, ব্যাংকার তৌহিদা টাম্মি, নৃত্যশিল্পী শান্তনা দেবী, কনটেন্ট ক্রিয়েটর বর্ণালী দাস তৃষা।

অনুষ্ঠানে প্রায় ৫০০ শতাধিক নারীরা উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।