শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9358

economics

প্রকাশিত

০৭ সেপ্টেম্বর ২০২৫ ২২:২৯

অর্থনীতি

বাহুবল

রশিদপুর গ্যাসক্ষেত্রে নতুন গ্যাসের সন্ধান

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ২২:২৯

ছবি: রশিদপুর গ্যাসক্ষেত্র

হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসক্ষেত্রের ৩ নম্বর কূপের সংস্কার (ওয়ার্কওভার) কার্যক্রম চালানোর পর নতুন প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে।

রোববার (৭ সেপ্টেম্বর) সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় শুক্রবার কূপটিতে গ্যাস প্রবাহ ধরা পড়ে।

তবে সংস্থার কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রশিদপুর ৩ নম্বর কূপ থেকে আগামী ১০ বছরে ২৫.৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন সম্ভব হবে। পাশাপাশি কূপ থেকে গ্যাসের সঙ্গে উপজাত হিসেবে কনডেনসেটও পাওয়া যাবে।

প্রতি ঘনমিটার এলএনজির দাম ৬৫ টাকা হিসেবে ধরা হলে, কূপ থেকে আনুমানিক ৪,৭০০ কোটি টাকার গ্যাস উৎপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

এসজিএফএল সূত্র জানায়, সংস্থা ও বাপেক্সের কারিগরি দক্ষ কর্মকর্তা ও কর্মচারীরা ৩ নম্বর কূপের ওয়ার্কওভার কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছেন।

বর্তমানে সংস্থার আওতায় সিলেট-১০এক্স, সিলেট-১১, ডুপিটিলা-১, কৈলাসটিলা-৯, রশিদপুর-১১ ও রশিদপুর-১৩ নম্বর কূপের খনন কার্যক্রম চলমান। পাশাপাশি কৈলাসটিলা-৯ ও বিয়ানীবাজার-২ নম্বর কূপের সংস্কার কাজও চলছে।

এসব কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে দেশের গ্যাস উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।