শিরোনাম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি, জোবরা গ্রাম পুরুষশূন্য চবি ও বাকৃবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শাবিপ্রবিতে শিক্ষার্থীদের মশালমিছিল খুলনায় রূপসা সেতুর বেজমেন্ট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে দেড় হাজার শিক্ষার্থী আহত, গুরুতর আহত ১০ জুলাই গণঅভ্যুত্থান মামলায় শেখ হাসিনার বিচার শেষ পর্যায়ে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি ও জামায়াত কোম্পানীগঞ্জের ওসি বদলী, নতুন ওসি রতন শেখ হাঁস মারার জেরে সাইদুর হত্যা, মূল আসামি ইমরান গ্রেফতার কানাইঘাট সীমান্তে গুলিতে নিহত যুবকের লাশ ফেরত দেয়নি বিএসএফ সৌদিতে এক সপ্তাহে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

https://www.emjanews.com/

9057

international

প্রকাশিত

৩০ আগস্ট ২০২৫ ২২:০০

আন্তর্জাতিক

বাংলাদেশের তিতাস নদীর পানি ব্যবহার নিয়ে পরিকল্পনা করছে ভারত

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫ ২২:০০

ছবি: সংগৃহিত।

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন, রাজ্যের আগরতলা পৌর কর্পোরেশন এলাকায় পানীয় জলের সরবরাহের জন্য বাংলাদেশের তিতাস নদীর পানি ব্যবহারের প্রস্তাব তিনি বিবেচনা করছেন।

খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস।

তিতাস নদী বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় উৎপন্ন হয়ে মেঘনা নদীতে মিলিত হয় এবং সুরমা-মেঘনা নদী ব্যবস্থার অংশ গঠন করে।

নদীটি পরবর্তীতে ত্রিপুরার পাশ দিয়ে প্রবাহিত হয়।

মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান, হাওড়া নদী, কালাপানিয়া ও কাটাখাল খাল তিতাস নদীতে গিয়ে মিশেছে।

তিনি বলেছেন, ’আমার তিতাস নদীর পানি ব্যবহার বিষয়ে যথেষ্ট জ্ঞান আছে। আমি আগরতলা পৌর কর্পোরেশনের ৫১টি ওয়ার্ডে পানীয় জল সরবরাহের প্রস্তাব দিয়েছি। এ বিষয়ে গবেষণা চলছে।’

তিনি আরও জানান, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করা হবে, যাতে আয়রনবিহীন এবং বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা যায়। ত্রিপুরার ২০টি শহরাঞ্চলের জন্য জিআইএস মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ চলছে, যার মধ্যে আগরতলা পৌর কর্পোরেশনও রয়েছে।

আগরতলা শহরের মাস্টার প্ল্যান ইতোমধ্যে প্রায় ৭০ শতাংশ সম্পূর্ণ হয়েছে।

এছাড়া, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় নগর উন্নয়ন প্রকল্পের প্রথম ধাপে প্রায় ৫৩০ কোটি রুপির উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।