চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে দেড় হাজার শিক্ষার্থী আহত, গুরুতর আহত ১০
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫ ২৩:২১

ছবি: সংগৃহিত।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে প্রায় ১,৫০০-২,০০০ শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে ৫০০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজসহ কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত শিক্ষার্থীর সংখ্যা ১০ জন।
চবি মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. ফারহানা ইয়াসমিন জানান, আহতদের মধ্যে শরীরে কেটে যাওয়া, গভীর ক্ষত ও ব্লাড জমে কালো হয়ে যাওয়া পর্যন্ত নানা ধরনের আঘাত ছিল। গুরুতর আহতদের মধ্যে একজনের পেটে ও মাথায় গভীর ক্ষত ছিল এবং রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছিল।
ডা. মোস্তফা কামাল বলেন, ৮টি বাস ও ৯টি অ্যাম্বুলেন্সের মাধ্যমে আহত শিক্ষার্থীদের চট্টগ্রাম মেডিকেল কলেজ, পার্কভিউ হাসপাতাল, ন্যাশনাল হাসপাতাল এবং আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সংঘর্ষের সূত্রপাত ঘটে গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে, যখন বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে দারোয়ান মারধর করেন।
এরপর দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পাসের ২ নম্বর গেটে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। বিকেল ৪টার দিকে জোড়ালো যৌথবাহিনী মোতায়েন হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।