শিরোনাম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি, জোবরা গ্রাম পুরুষশূন্য চবি ও বাকৃবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শাবিপ্রবিতে শিক্ষার্থীদের মশালমিছিল খুলনায় রূপসা সেতুর বেজমেন্ট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে দেড় হাজার শিক্ষার্থী আহত, গুরুতর আহত ১০ জুলাই গণঅভ্যুত্থান মামলায় শেখ হাসিনার বিচার শেষ পর্যায়ে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি ও জামায়াত কোম্পানীগঞ্জের ওসি বদলী, নতুন ওসি রতন শেখ হাঁস মারার জেরে সাইদুর হত্যা, মূল আসামি ইমরান গ্রেফতার কানাইঘাট সীমান্তে গুলিতে নিহত যুবকের লাশ ফেরত দেয়নি বিএসএফ সৌদিতে এক সপ্তাহে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

https://www.emjanews.com/

9069

international

প্রকাশিত

৩১ আগস্ট ২০২৫ ১১:৩৫

আপডেট

০১ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৪

আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হাম*লায় একদিনে ৭৭ ফিলিস্তিনি নি*হত

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫ ১১:৩৫

ছবি: সংগৃহীত।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর তীব্র হামলায় একদিনেই আরও অন্তত ৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শুধু গাজা সিটিতেই প্রাণ হারিয়েছেন ৪৭ জন। এ ছাড়া রুটি সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অন্তত ১১ জন নিহত হয়েছেন।

রোববার (৩১ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, ইসরাইলি সেনাদের বোমাবর্ষণ ও জোরপূর্বক উচ্ছেদ অভিযানের মুখে গাজা নগরী ছেড়ে শত শত ফিলিস্তিনি পালাচ্ছেন। সামান্য মালপত্র নিয়ে তারা ট্রাক, ভ্যান কিংবা গাধার গাড়িতে করে নগরী ছাড়ছেন।

নুসেইরাত শরণার্থী শিবিরের পশ্চিমে দেইর আল-বালাহ এলাকায় বহু পরিবার খোলা আকাশের নিচে অস্থায়ী তাবু ফেলতে শুরু করেছে। তাদের মধ্যে অনেকে একাধিকবার ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) জানিয়েছে, আগস্টের শুরু থেকে ইসরাইল গাজা সিটিতে হামলা জোরদার করেছে। প্রায় ১০ লাখ মানুষকে বাস্তুচ্যুত করে পুরো শহর দখলের লক্ষ্য নিয়েই এই অভিযান চলছে। গত শুক্রবার ইসরাইল ঘোষণা দেয়, তারা নগরী দখলের ‘প্রাথমিক ধাপ’ শুরু করেছে এবং গাজা সিটিকে ‘যুদ্ধক্ষেত্র’ হিসেবে ঘোষণা করেছে।

হাসপাতাল সূত্র বলছে, শনিবারের হামলায় নিহতদের মধ্যে আবাসিক ভবনে হামলায় সাতজন প্রাণ হারান। ধ্বংসস্তূপে স্বেচ্ছাসেবকদের উদ্ধারকাজ চালাতে দেখা গেছে।

আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ বলেন, গাজা নগরীজুড়ে হামলা আরও বেড়েছে। ঘরবাড়ি, কমিউনিটি সেন্টার সব ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষ দুর্ভিক্ষ, অনাহার আর পানিশূন্যতার মধ্যে রয়েছে। পুরো পরিস্থিতি মানবিক বিপর্যয়ের দিকে এগোচ্ছে।