শিরোনাম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি, জোবরা গ্রাম পুরুষশূন্য চবি ও বাকৃবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শাবিপ্রবিতে শিক্ষার্থীদের মশালমিছিল খুলনায় রূপসা সেতুর বেজমেন্ট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে দেড় হাজার শিক্ষার্থী আহত, গুরুতর আহত ১০ জুলাই গণঅভ্যুত্থান মামলায় শেখ হাসিনার বিচার শেষ পর্যায়ে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি ও জামায়াত কোম্পানীগঞ্জের ওসি বদলী, নতুন ওসি রতন শেখ হাঁস মারার জেরে সাইদুর হত্যা, মূল আসামি ইমরান গ্রেফতার কানাইঘাট সীমান্তে গুলিতে নিহত যুবকের লাশ ফেরত দেয়নি বিএসএফ সৌদিতে এক সপ্তাহে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

https://www.emjanews.com/

9059

sylhet

প্রকাশিত

৩০ আগস্ট ২০২৫ ২৩:০৫

সিলেট

ছাতকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫ ২৩:০৫

ছবি: সংগৃহিত।

সুনামগঞ্জের ছাতকে অভিযান চালিয়ে নোয়ারাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুর মমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কোর্ট পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুর মমিন উপজেলার ২নং নোয়ারাই ইউনিয়নের গোদাবাড়ী গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

তিনি স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং দীর্ঘদিন ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। একই সঙ্গে তিনি সার-রেজিস্টার অফিসে দলিল লেখক হিসেবেও পরিচিত।

অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন। তার বিরুদ্ধে ভুয়া দলিল তৈরি, সীমান্ত এলাকায় চোরাচালান, নৌপথে চাঁদাবাজি, সরকারি টিলার জায়গা দখল করে লাল পাথর উত্তোলন, বালু ও ভিটবালু লুটসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে পুলিশকে প্রভাবিত করে এসব অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন তিনি।

থানা পুলিশ জানায়, এসআই মো. সাদেক ও এসআই মো. সিকান্দর আলীর নেতৃত্বে একটি টিম বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

স্থানীয়দের মতে, আব্দুর মমিনের নানা কর্মকাণ্ডে সাধারণ মানুষ ভুক্তভোগী হয়ে আসছিল। তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরেছে।

তবে তারা আশা প্রকাশ করেছেন, শুধু গ্রেপ্তার নয়- তার বিরুদ্ধে অভিযোগগুলো সঠিকভাবে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, ‘গ্রেপ্তারকৃত আব্দুর মমিনের বিরুদ্ধে নিয়মিত মামলার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত থাকবে, আইনশৃঙ্খলা রক্ষায় কোনো প্রভাবশালী ছাড় পাবে না।’