শিরোনাম
কানাইঘাট সীমান্তে গুলিতে নিহত যুবকের লাশ ফেরত দেয়নি বিএসএফ সৌদিতে এক সপ্তাহে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার ইসরায়েলি হামলায় ইয়েমেনের প্রধানমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী নিহত সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেন প্রকল্প: অগ্রগতি তদারকিতে জেলা প্রশাসক নির্বাচনে খালেদা জিয়া ও তারেক রহমান অংশ নেবেন: মির্জা ফখরুল কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ হাঁস মারার প্রতিবাদ করায় কানাইঘাটে খুন, ঘাতকসহ আটক ২ কানাইঘাট সীমান্তে ভারতীয় আইনশৃংখলা বাহিনীর গুলিতে যুবক নিহত ইলিয়াস আলীসহ গুম হওয়া সবাইকে ফিরিয়ে দেওয়ার দাবি স্বজনদের গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন চলছেই

https://www.emjanews.com/

9061

international

প্রকাশিত

৩০ আগস্ট ২০২৫ ২৩:৩৯

আপডেট

৩০ আগস্ট ২০২৫ ২৩:৫২

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় ইয়েমেনের প্রধানমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী নিহত

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫ ২৩:৩৯

ছবি: সংগৃহীত।

ইসরায়েলের বিমান হামলায় ইয়েমেনের রাজধানী সানায় দেশটির হুতি নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী আহমেদ গালেব নাসের আল-রাহাউইসহ মন্ত্রিসভার কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে হুতিদের বার্তা সংস্থা সাবা।

হুতি নেতা মাহদি আল-মাশাত শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন, 'আমরা প্রধানমন্ত্রী আহমেদ গালেব নাসের আল-রাহাউই ও তার কয়েকজন সহকর্মী মন্ত্রীর শাহাদাত ঘোষণা করছি। তারা বিশ্বাসঘাতক ইসরায়েলি অপরাধী শত্রুর লক্ষ্যস্থলে পরিণত হয়েছিল।'

এর আগে বৃহস্পতিবার সানার একটি অ্যাপার্টমেন্ট ভবনে ইসরায়েলি বিমান বাহিনী হামলা চালায়। ইসরায়েল জানায়, জ্যেষ্ঠ হুতি নেতাদের হত্যা করতেই এ অভিযান পরিচালনা করা হয়। তবে ইয়েমেনি সেনাবাহিনীর চিফ অব স্টাফ মুহাম্মদ আব্দুল করিম আল-গামারি অভিযোগ করেছেন, ইসরায়েল সানার বেসামরিক এলাকাকে লক্ষ্যবস্তু করেছে। তিনি এই হামলার ‘প্রতিশোধ’ নেওয়ারও হুমকি দিয়েছেন।

টাইমস অব ইসরায়েল ও চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, প্রধানমন্ত্রী আল-রাহাউইসহ হুতি মন্ত্রিসভার আরও অন্তত ১২ জন মন্ত্রী এ হামলায় নিহত হয়েছেন। তবে আইডিএফ বলছে, এখনো তারা হামলার ফলাফল যাচাই করছে।

আল-রাহাউই ২০২৪ সালের আগস্ট থেকে হুতি সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বিবৃতিতে জানানো হয়েছে, সরকারের কার্যক্রমের মূল্যায়ন করতে আয়োজিত এক কর্মশালা চলাকালে এই হামলার ঘটনা ঘটে।

ইসরায়েল থেকে প্রায় ১ হাজার ৮০০ কিলোমিটার দূরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ওপর এটি ছিল ইসরায়েলের ১৬তম বিমান হামলা। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে হুতিরা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েল ও লোহিত সাগরে ইসরায়েল-সম্পর্কিত জাহাজে একের পর এক হামলা চালিয়ে আসছে।