শিরোনাম
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর নির্বাচনী গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়ে একজন নিহ’ত বাংলাদেশে আসছেন না ড. জাকির নায়েক প্রাথমিকে ১০ হাজার ২১৯ সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ সিলেটে আওয়ামী লীগ নেতা হত্যা: রিমান্ডে নিহতের ছেলে চট্টগ্রামে গণসংযোগকালে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতা ছি’নতাই নিউইয়র্কে জোহরান মামদানির ঐতিহাসিক জয় জিন্দাবাজার গোবিন্দ জিউ আখড়ায় হামলার ঘটনায় মামলা দায়ের গণভোট জাতীয় নির্বাচনের আগে না হলে  কিসের ভিত্তিতে নির্বাচন হবে : ডা: শফিকুর রহমান বাংলাদেশ ও ভারতীয় আবেদনকারীদের ‘চ্যালেঞ্জিং’ হিসেবে চিহ্নিত করেছে কানাডা

https://www.emjanews.com/

9287

sylhet

প্রকাশিত

০৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:০১

আপডেট

০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৫

সিলেট

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর আগমন ছিল সকল সৃষ্টির জন্য রহমত, বরকত ও মহা আনন্দের

সিলেটে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাউসিয়া কমিটির জশনে জুলুস ও আলোচনা সভা

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:০১

ছবি: ইমজা নিউজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিলেটে গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় হজরত শাহজালাল (রহ.) দরগাহ প্রাঙ্গণ থেকে জুলুসটি বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে জালালাবাদ থানার মইয়ারচরস্থ মাদরাসা-এ-তৈয়বিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয়া মাদরাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবতার মুক্তির দূত হিসেবে পৃথিবীতে আগমন করেছেন। তাঁর আগমন ছিল সকল সৃষ্টির জন্য রহমত, বরকত ও মহা আনন্দের। আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার দূর করে তিনি শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য ও ন্যায়ের আলোয় মানবসমাজকে আলোকিত করেছেন। তাঁর জীবনাচরণ ব্যক্তি থেকে রাষ্ট্র-সকল ক্ষেত্রেই মুসলিম উম্মাহসহ বিশ্বমানবতার জন্য শ্রেষ্ঠ আদর্শ।

মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জালালুদ্দিন আল ক্বাদেরীর পরিচালনায় ও গাউসিয়া কমিটি সিলেট জেলা সভাপতি আলহাজ মিসবাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন—সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইলিয়াছ আলী মেম্বার, খাদিমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান কছির উদ্দিন, ফজিলাতুন্নেছা মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আহমদ আলী হেলালী, গাউসিয়া কমিটি সিলেট জেলার সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ গিয়াস উদ্দিন, মহানগর সভাপতি এস.এ.এম শহিদুল ইসলাম সেলিম, ইসলামী ছাত্রসেনার সাবেক সভাপতি মুহাম্মদ নুরুল হক চিশতীসহ অনেকে।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাহেরী ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি আলী আজগর চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।