শিরোনাম
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর নির্বাচনী গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়ে একজন নিহ’ত বাংলাদেশে আসছেন না ড. জাকির নায়েক প্রাথমিকে ১০ হাজার ২১৯ সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ সিলেটে আওয়ামী লীগ নেতা হত্যা: রিমান্ডে নিহতের ছেলে চট্টগ্রামে গণসংযোগকালে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতা ছি’নতাই নিউইয়র্কে জোহরান মামদানির ঐতিহাসিক জয় জিন্দাবাজার গোবিন্দ জিউ আখড়ায় হামলার ঘটনায় মামলা দায়ের গণভোট জাতীয় নির্বাচনের আগে না হলে  কিসের ভিত্তিতে নির্বাচন হবে : ডা: শফিকুর রহমান বাংলাদেশ ও ভারতীয় আবেদনকারীদের ‘চ্যালেঞ্জিং’ হিসেবে চিহ্নিত করেছে কানাডা

https://www.emjanews.com/

9292

sylhet

প্রকাশিত

০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৭

আপডেট

০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০১

সিলেট

অন্তর্বর্তী সরকার টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে উদ্যোগী-ফয়েজ আহমদ তৈয়ব

সিলেটে তথ্যপ্রযুক্তি ও ডাকখাতের নতুন আইন ও সংস্কার নিয়ে মতবিনিময় সভা

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৭

ছবি: ইমজা নিউজ

সিলেটে তথ্যপ্রযুক্তি খাতকে সমৃদ্ধ করার লক্ষ্যে ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের নবপ্রণীত আইন ও সংস্কার নিয়ে শনিবার জেলা প্রশাসক কার্যালয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সারওয়ার আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান। এছাড়া সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং বিএনপি, জামায়াত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও সভায় অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি ফয়েজ আহমদ তৈয়ব বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে উদ্যোগী। তিনি জানান, পূর্ববর্তী ফ্যাসিস্ট আমলে এই খাতে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম হয়েছে। কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা ব্যক্তিগত স্বার্থে বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়েছিলেন, যার কারণে সরকার প্রায় আড়াই হাজার কোটি টাকার প্রজেক্ট বাতিল করেছে। নতুন বাজেটে নতুন প্রজেক্ট নেওয়া হয়নি; বরং বিদ্যমান প্রজেক্টগুলো বাস্তবায়নযোগ্য করার উপর জোর দেওয়া হচ্ছে।

সভায় বক্তারা সিলেটকে দেশের প্রথম ডিজিটাল সিটি উল্লেখ করে বলেন, সিটি এলাকায় আগে ফ্রি ওয়াইফাই সেবা চালু ছিল, যা বর্তমানে অকেজো হয়ে গেছে। তারা তথ্য প্রযুক্তি বিভাগকে এই সেবার পুনঃচলন ও নগরবাসীর সুবিধা নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের আহবান জানান।

সভায় তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য আইন ও সংস্কারের বাস্তবায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।