শিরোনাম
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর নির্বাচনী গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়ে একজন নিহ’ত বাংলাদেশে আসছেন না ড. জাকির নায়েক প্রাথমিকে ১০ হাজার ২১৯ সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ সিলেটে আওয়ামী লীগ নেতা হত্যা: রিমান্ডে নিহতের ছেলে চট্টগ্রামে গণসংযোগকালে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতা ছি’নতাই নিউইয়র্কে জোহরান মামদানির ঐতিহাসিক জয় জিন্দাবাজার গোবিন্দ জিউ আখড়ায় হামলার ঘটনায় মামলা দায়ের গণভোট জাতীয় নির্বাচনের আগে না হলে  কিসের ভিত্তিতে নির্বাচন হবে : ডা: শফিকুর রহমান বাংলাদেশ ও ভারতীয় আবেদনকারীদের ‘চ্যালেঞ্জিং’ হিসেবে চিহ্নিত করেছে কানাডা

https://www.emjanews.com/

9356

sylhet

প্রকাশিত

০৭ সেপ্টেম্বর ২০২৫ ২২:০২

আপডেট

০৭ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৩

সিলেট

সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন সম্পন্ন, সভাপতি শম্পা

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ২২:০২

ছবি: ইমজা নিউজ

প্রায় ১০ বছর পর সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (SWCCI) পরিচালনা পর্ষদ নির্বাচনের আয়োজন সম্পন্ন হয়েছে। উৎসবমুখর এই নির্বাচনে সভাপতি পদে লুবানা ইয়াছমিন শম্পা বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১৩৬ ভোট, যা নিকটতম প্রতিদ্বন্দ্বী সামিয়া আক্তারের ১০৯ ভোটের চেয়ে ২৭ ভোট বেশি।

নির্বাচনে সভাপতি পদে মোট ২ জন এবং পরিচালক পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৮৯ ভোট প্রাপ্ত হয়ে পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন মিসেস সামা হক চৌধুরী। এছাড়া ১৮৭ ভোট পেয়েছেন জাকিরা ফাতেমা লিমি চৌধুরী, ১৬৯ ভোট পেয়েছেন সুমাইয়া সুলতানা চৌধুরী, ১৫১ ভোট পেয়েছেন রেহানা আফরোজ খান, ১৪৬ ভোট পেয়েছেন রেহানা ফারুক শিরিন, ১৪৪ ভোট পেয়েছেন আসমাউল হাসনা খান, ১৪১ ভোট পেয়েছেন গাজী জিনাত আফজা, ১৪০ ভোট পেয়েছেন শাহানা আক্তার এবং ১৩৮ ভোট পেয়েছেন তাহমিনা হাসান চৌধুরী।

আজ সকাল ৯টা থেকে সিলেট পিটিআই মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল ৩টায় শেষ হয়। মোট ২৭৪ জন ভোটার অংশগ্রহণ করেন। ভোটগ্রহণের পর বিকেল ৫টায় গণনা শুরু হয়।

নির্বাচনে ১১ সদস্যের পরিচালনা পর্ষদে সহ-সভাপতি পদে আলেয়া ফেরদৌসি তুলি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

২০১৫ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার এই নির্বাচন দীর্ঘ সময় পর অনুষ্ঠিত হয়েছে।