এশিয়া কাপে ভারত-বাংলাদেশ ম্যাচে আম্পায়ার থাকবেন বাংলাদেশের মাসুদুর
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১০

ছবি: সংগৃহীত।
আসন্ন এশিয়া কাপের গ্রুপ পর্বের ভারত-বাংলাদেশ ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের মাসুদুর রহমান। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) বৃহস্পতিবার এই ঘোষণা করেছে। মাসুদুর রহমানের সঙ্গে মাঠে থাকবেন শ্রীলঙ্কার রুচিরা পালিয়াগুরুগে।
এশিয়া কাপে বাংলাদেশ আরও একজন আম্পায়ার গাজী সোহেলও দায়িত্ব পালন করবেন। তাকে ১০ সেপ্টেম্বর ভারতের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।
আগামীকাল আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে উদ্বোধন হতে চলা এশিয়া কাপে মোট ৮টি দল অংশ নিচ্ছে। দুই গ্রুপে ভাগ হয়ে গ্রুপ পর্বে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বের এই ১২ ম্যাচের জন্য মোট ৮ জন রেফারি এবং মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশি আম্পায়াররা হলো মাসুদুর রহমান এবং গাজী সোহেল।
মাসুদুর রহমান ইতিমধ্যেই ২০২২ এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ পরিচালনা করেছেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে তিনি মোট ৬৪টি ম্যাচে মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন।