https://www.emjanews.com/

9403

national

প্রকাশিত

০৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৪

আপডেট

০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩৫

জাতীয়

মানবতাবিরোধী অপরাধ মামলা: শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে আজ ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৪

ছবি: সংগৃহীত।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মঙ্গলবার(৯ সেপ্টেম্বর) ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল এ সাক্ষ্যগ্রহণ করছেন।

এর আগে সোমবার (৮ সেপ্টেম্বর) মামলার ১৩তম দিনে তিনজন সাক্ষ্য দেন। তবে ৩৯তম সাক্ষী এসআই মো. আশরাফুল ইসলামের জেরা হয়নি। আজ তাকে জেরা করবেন আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। এরপর নতুন সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

এই মামলায় এখন পর্যন্ত ৩৯ জন সাক্ষ্য দিয়েছেন। তাদের জবানবন্দিতে ২০২৪ সালের জুলাই-আগস্টে দেশজুড়ে চালানো হত্যাযজ্ঞ ও নৃশংসতার চিত্র উঠে এসেছে। বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী ও শহীদ পরিবার আসামিদের দায়ী করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

উল্লেখযোগ্যভাবে, গত ২ সেপ্টেম্বর সাবেক আইজিপি ও বর্তমানে রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সাক্ষ্য দেন। তিনি স্বীকার করেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের নির্দেশে জুলাই-আগস্টে গণহত্যা সংঘটিত হয়েছিল। একইসঙ্গে ক্ষমাও চান তিনি।

ট্রাইব্যুনাল গত ১০ জুলাই শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন। অভিযোগপত্রটি ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার, যেখানে শহীদদের তালিকা, জব্দ তালিকা, দালিলিক প্রমাণ ও তথ্যসূত্র সংযুক্ত আছে। মামলায় মোট ৮১ জন সাক্ষী রয়েছেন।