নেপালের রাজনৈতিক অস্থিরতায় প্রীতি ম্যাচ পণ্ড, দেশে ফিরছে বাংলাদেশ ফুটবল দল
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩৮

ছবি: সংগৃহীত।
নেপালের রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ ও অনুশীলন কার্যক্রম ব্যাহত হয়েছে। জামাল ভূঁইয়ারা ও তাঁর সতীর্থরা নেপালের বিপক্ষে খেলতে পারেননি, এবং একদিন আগে দেশে ফিরতে হবে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আজ জানিয়েছে, নেপাল থেকে জাতীয় দল নির্ধারিত সময়ের একদিন আগে দেশে ফিরবেন। দলের ফুটবলাররা বিকাল ৩:০০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৩৭২ ফ্লাইটে ঢাকায় পৌঁছবেন।
নেপাল সরকার কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্নীতি নিয়ে সমালোচনার মুখে ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপসহ বেশ কিছু প্ল্যাটফর্ম নিবন্ধনের আওতায় আনার চেষ্টা করেছিল। তবে সরকারি শর্ত মেনে না নেওয়ায় তিনদিন আগে ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেয়।
এ পরিস্থিতিতে প্রতিবাদে হাজার হাজার বিক্ষোভকারী সংসদ ভবনে প্রবেশ করে সরকারী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনকারীদের দমন করতে গুলি চালায়। আন্দোলনের উত্তেজনা বৃদ্ধির কারণে বাংলাদেশ দল আগেভাগেই দেশে ফেরার সিদ্ধান্ত নেয়।
বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বলেন, ‘নেপালের উদ্ভূত পরিস্থিতির কারণে ম্যাচ বাতিল হয়েছে। জাতীয় দলকে দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার দলের সবাই দেশে ফিরছেন।’
বাংলাদেশ দল ৩ সেপ্টেম্বর কাঠমান্ডুতে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে আসে। প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছেন জামাল ভূঁইয়ারা ও তার সতীর্থরা।