শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9439

surplus

প্রকাশিত

১০ সেপ্টেম্বর ২০২৫ ১১:২০

অন্যান্য

আজ পৃথিবীর কাছ দিয়ে উড়ে যাবে বিশাল গ্রহাণু কিউভি৯ নাসার সতর্ক দৃষ্টি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫ ১১:২০

ছবি: সংগৃহীত।

মহাকাশপ্রেমী ও জ্যোতির্বিজ্ঞানীদের দৃষ্টি এখন একটি বিশেষ মহাজাগতিক ঘটনার দিকে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, ২০২৫ কিউভি৯ নামের একটি বিশাল গ্রহাণু আজ (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় মধ্যরাতে পৃথিবীর কাছ দিয়ে অতিক্রম করবে।

উড়োজাহাজের সমান আকারের এই গ্রহাণুটি প্রায় ১০০ ফুট (প্রায় ৩০ মিটার) চওড়া এবং ঘণ্টায় ১০ হাজার ৩১৯ মাইল গতিতে ছুটে আসছে। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির তথ্যমতে, এটি পৃথিবীর সবচেয়ে কাছ দিয়ে প্রায় ১২ লাখ ৫০ হাজার মাইল দূর থেকে যাবে। এ দূরত্ব পৃথিবী থেকে চাঁদের দূরত্বের প্রায় পাঁচ গুণ হলেও জ্যোতির্বিজ্ঞানীরা একে তুলনামূলকভাবে কাছাকাছি অতিক্রম বলেই উল্লেখ করছেন।

গ্রহাণুটি অ্যাটেন গ্রহাণু গোষ্ঠীর সদস্য, যা নিয়মিত পৃথিবীর কক্ষপথ অতিক্রম করে। এ ধরনের গ্রহাণুর সঙ্গে ভবিষ্যতে পৃথিবীর সম্ভাব্য মিথস্ক্রিয়ার ঝুঁকি থাকায় বিজ্ঞানীরা এর গতিবিধির ওপর নিবিড় নজর রাখছেন।

নাসার নিয়ম অনুযায়ী, কোনো গ্রহাণু তখনই বিপজ্জনক হিসেবে চিহ্নিত হয় যখন সেটি পৃথিবীর ৭.৪ মিলিয়ন কিলোমিটারের মধ্যে আসে এবং প্রস্থ কমপক্ষে ৮৫ মিটার হয়। কিউভি৯-এর প্রস্থ তুলনামূলকভাবে কম এবং দূরত্বও বিপদসীমার বাইরে। ফলে পৃথিবীর জন্য তাৎক্ষণিক কোনো ঝুঁকি নেই বলেই আশ্বস্ত করেছেন বিশেষজ্ঞরা।

তবুও এর বিশাল আকার ও দ্রুতগতি জ্যোতির্বিজ্ঞানী এবং মহাকাশপ্রেমীদের কাছে এক আকর্ষণীয় পর্যবেক্ষণের সুযোগ তৈরি করেছে।