আজ পৃথিবীর কাছ দিয়ে উড়ে যাবে বিশাল গ্রহাণু কিউভি৯ নাসার সতর্ক দৃষ্টি
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫ ১১:২০

ছবি: সংগৃহীত।
মহাকাশপ্রেমী ও জ্যোতির্বিজ্ঞানীদের দৃষ্টি এখন একটি বিশেষ মহাজাগতিক ঘটনার দিকে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, ২০২৫ কিউভি৯ নামের একটি বিশাল গ্রহাণু আজ (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় মধ্যরাতে পৃথিবীর কাছ দিয়ে অতিক্রম করবে।
উড়োজাহাজের সমান আকারের এই গ্রহাণুটি প্রায় ১০০ ফুট (প্রায় ৩০ মিটার) চওড়া এবং ঘণ্টায় ১০ হাজার ৩১৯ মাইল গতিতে ছুটে আসছে। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির তথ্যমতে, এটি পৃথিবীর সবচেয়ে কাছ দিয়ে প্রায় ১২ লাখ ৫০ হাজার মাইল দূর থেকে যাবে। এ দূরত্ব পৃথিবী থেকে চাঁদের দূরত্বের প্রায় পাঁচ গুণ হলেও জ্যোতির্বিজ্ঞানীরা একে তুলনামূলকভাবে কাছাকাছি অতিক্রম বলেই উল্লেখ করছেন।
গ্রহাণুটি অ্যাটেন গ্রহাণু গোষ্ঠীর সদস্য, যা নিয়মিত পৃথিবীর কক্ষপথ অতিক্রম করে। এ ধরনের গ্রহাণুর সঙ্গে ভবিষ্যতে পৃথিবীর সম্ভাব্য মিথস্ক্রিয়ার ঝুঁকি থাকায় বিজ্ঞানীরা এর গতিবিধির ওপর নিবিড় নজর রাখছেন।
নাসার নিয়ম অনুযায়ী, কোনো গ্রহাণু তখনই বিপজ্জনক হিসেবে চিহ্নিত হয় যখন সেটি পৃথিবীর ৭.৪ মিলিয়ন কিলোমিটারের মধ্যে আসে এবং প্রস্থ কমপক্ষে ৮৫ মিটার হয়। কিউভি৯-এর প্রস্থ তুলনামূলকভাবে কম এবং দূরত্বও বিপদসীমার বাইরে। ফলে পৃথিবীর জন্য তাৎক্ষণিক কোনো ঝুঁকি নেই বলেই আশ্বস্ত করেছেন বিশেষজ্ঞরা।
তবুও এর বিশাল আকার ও দ্রুতগতি জ্যোতির্বিজ্ঞানী এবং মহাকাশপ্রেমীদের কাছে এক আকর্ষণীয় পর্যবেক্ষণের সুযোগ তৈরি করেছে।