https://www.emjanews.com/

9440

sports

প্রকাশিত

১০ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৩

আপডেট

১০ সেপ্টেম্বর ২০২৫ ২২:১৩

খেলাধুলা

নেপালে অস্থিরতা: এখনো দেশে ফিরতে পারছে না বাংলাদেশ ফুটবল দল

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৩

ছবি: সংগৃহীত।

এখনো কাটেনি অনিশ্চয়তা। দেশে ফেরার অপেক্ষায় হোটেলেই সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। নেপালের চলমান রাজনৈতিক অস্থিরতায় বিমানবন্দর বন্ধ থাকায় তারা ফিরতে পারছেন না।

দলের টিম ম্যানেজার আমের খান আজ সকাল সাড়ে ১০টায় নেপাল থেকে জানিয়েছেন, ‘আমরা এখনো দেশে ফেরার অপেক্ষায় আছি। শুনেছি স্থানীয় সময় দুপুর ১২টার পর বিমানবন্দর খুলতে পারে। তখন ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হতে পারে।’

গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা, দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে নেপালে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান ১৯ জন, আহত হন কয়েক শ মানুষ। বিক্ষোভকারীরা নেপাল সরকারের প্রধান প্রশাসনিক ভবনে আগুন ধরিয়ে দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর পরপরই পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। বন্ধ করে দেওয়া হয় কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরও।

এই পরিস্থিতিতে গতকাল দেশে ফেরার ফ্লাইট ধরার পরিকল্পনা করলেও বিমানবন্দর বন্ধ থাকায় হোটেলেই আটকা পড়ে যায় বাংলাদেশ দল। দলের সঙ্গে থাকা বাফুফের নির্বাহী সদস্য ও সাবেক ফুটবলার ইকবাল হোসেন বলেন, ‘এখানকার দূতাবাস সর্বাত্মক চেষ্টা করছে। বাংলাদেশ থেকেও উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে কারফিউ দুপুর ৩টা পর্যন্ত জারি রয়েছে। সবকিছু নির্ভর করছে বিমানবন্দর খোলার ওপর।’

এশিয়ান কাপ বাছাইকে সামনে রেখে ৩ সেপ্টেম্বর নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হলেও বিক্ষোভ শুরু হওয়ায় দ্বিতীয় ম্যাচ বাতিল করা হয়।

আগামী ৯ অক্টোবর ঢাকায় এবং ১৪ অক্টোবর হংকংয়ে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং।