শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9468

entertainment

প্রকাশিত

১০ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৮

বিনোদন

‘সামাজিক মাধ্যমের জনপ্রিয়তা সিনেমার মান নির্ধারণ করে না'

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৮

ছবি: জয়া আহসান

ঢালিউড অভিনেত্রী জয়া আহসান দুই বাংলাতেই সমানতালে কাজ করছেন, যার কারণে বাংলাদেশের পাশাপাশি ভারতেরও তার সমান সংখ্যক ভক্ত রয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) কলকাতায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন জয়া। সেখানে গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি সমসাময়িক বিষয় ও বিনোদন দুনিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন।

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশ নিয়ে অনেক ভুয়া খবর ছড়িয়েছে। দেশের সিনেমা তৈরি হচ্ছে না- এমন নয়। বরং আগের মতোই ভালো কাজ হচ্ছে। নইলে আমরা বেঁচে আছি কী করে?’

সামাজিক মাধ্যমের প্রভাব নিয়ে তিনি বলেন, ‘যদি সিনেমার নায়িকা সামাজিক মাধ্যমে জনপ্রিয় হন, তবে সিনেমার বাণিজ্যিক সাফল্যের সম্ভাবনা বাড়ে। তবে কয়েক মিনিটের ভিডিওতে কন্টেন্ট ক্রিয়েটরদের অভিনয় সেরা মনে হলেও সিনেমায় অভিনয়ের জন্য দীর্ঘ প্রস্তুতি প্রয়োজন।’

জয়া আহসান বলেন, ‘আমার অভিনয় অনুসরণকারীর ওপরে নির্ভর করে না। এটি নির্ভর করে পরিচালকের দৃষ্টিভঙ্গির ওপর। কোনো অভিনেতা বা অভিনেত্রীর কাজের মাপকাঠি শুধুমাত্র অনুসরণকারী দেখে বিচার করা উচিত নয়। তবে প্রযোজনা সংস্থা নায়িকা বাছাইতে অনুসরণকারীর সংখ্যা বিবেচনা করছে- এই গুঞ্জন পুরোপুরি উড়িয়ে দেওয়া সম্ভব নয়।’