শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9603

entertainment

প্রকাশিত

১৪ সেপ্টেম্বর ২০২৫ ২১:০০

বিনোদন

মৃত্যুর ৫ বছর পর এন্ড্রু কিশোরকে আয়কর নোটিশ

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ২১:০০

ছবি: এন্ড্রু কিশোর

বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুর পাঁচ বছর পর তার নামে আয়কর বকেয়া আদায়ের চিঠি পাঠিয়েছে কর অঞ্চল-১২।

সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, শিল্পীর মোট ৭২ হাজার ৮০৩ টাকা কর বকেয়া রয়েছে। এর মধ্যে ২০০৫-০৬ অর্থবছরের বকেয়া ২২ হাজার ৪২৩ টাকা এবং ২০১২-১৩ অর্থবছরের বকেয়া ৫০ হাজার ৩৮০ টাকা।

শনিবার (১৩ সেপ্টেম্বর) এ বিষয়ে গণমাধ্যমকে কাজী রেহমান সাজিদ বলেন, ‘এটা আমাদের নিয়মিত কাজ। এন্ড্রু কিশোরের উত্তরাধিকারীরা লিখিতভাবে জানাননি, কে এই বকেয়া পরিশোধ করবেন। আমাদের অফিসিয়াল রেকর্ডেও তিনি মৃত বলে উল্লেখ নেই। তাই বিষয়টি এখনো বকেয়া হিসেবেই আছে, সে কারণেই এই চিঠি পাঠানো হয়েছে।’

বাংলা গানের ‘প্লেব্যাক সম্রাট’ খ্যাত এন্ড্রু কিশোর ২০২০ সালের জুলাই মাসে ক্যানসারে দীর্ঘ ১০ মাস লড়াই শেষে মৃত্যুবরণ করেন।

১৯৫৫ সালের ৪ নভেম্বর তিনি রাজশাহীতে জন্মগ্রহণ করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।

১৯৭৭ সালে ‘মেইল ট্রেন’ চলচ্চিত্রে ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ’ গানটির মাধ্যমে চলচ্চিত্রে প্লেব্যাক শুরু করেন।

এরপর চার দশকের বেশি সময় ধরে তিনি অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দেন, যা বাংলা চলচ্চিত্র ও আধুনিক গানকে সমৃদ্ধ করেছে।