ছবি: সংগৃহীত
এশিয়া কাপে আজ নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আবুধাবিতে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে খেলা। টানা তিন সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে টাইগাররা। তবে অধিনায়ক লিটন দাস জানালেন, শুধু ছক্কার ঝড় নয়, এশিয়া কাপে বাংলাদেশ খেলতে চায় স্মার্ট ক্রিকেট।
এশিয়া কাপের লড়াইয়ের আগে সংবাদ সম্মেলনে বসেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। সংবাদ সম্মেলনে কথা বলেছেন দলের লক্ষ্য, হংকংয়ের বিপক্ষে অতীত স্মৃতি, টপ অর্ডারের ফর্ম থেকে শুরু করে বাংলাদেশের ছক্কা মারার সাম্প্রতিক সাফল্য নিয়েও।
এ বছর এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৪ ম্যাচে ১০৯টি ছক্কা মেরেছে বাংলাদেশ, যা টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে তৃতীয় সর্বোচ্চ। ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন তানজিদ হাসান (২২), তাঁর ঠিক পেছনে পারভেজ হোসেন (২১)। তবে লিটনের মতে, শুধু ছক্কা মারলেই হবে না, বড় মঞ্চে দরকার বুদ্ধিদীপ্ত ক্রিকেট।
তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে ছক্কা অবশ্যই প্লাস পয়েন্ট। তবে প্রতিপক্ষ, মাঠের অবস্থা-সবকিছু মাথায় রেখে স্মার্ট ক্রিকেট খেলতে হবে। প্রতি ম্যাচে শুধু ছক্কা মারলেই জয় আসবে না।’
বাংলাদেশ সাম্প্রতিক সময়ে টানা তিন সিরিজ জিতে এশিয়া কাপে নামছে। টপ অর্ডারের ধারাবাহিকতায় লিটন সন্তুষ্ট। তবে মিডল অর্ডার এখনো তেমন পরীক্ষা দিতে হয়নি।
লিটনের ভাষায়, ‘আমাদের টপ অর্ডার ভালো করছে। মিডল অর্ডারের হাতে যখন দায়িত্ব আসবে, আমি বিশ্বাস করি, তারাও ঘুরে দাঁড়াবে। আগেও তারা করেছে।’
