https://www.emjanews.com/

9483

sports

প্রকাশিত

১১ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৫

আপডেট

১২ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৫

খেলাধুলা

বিশেষ বিমানে দেশে ফিরছে বাংলাদেশ ফুটবল দল ও সাংবাদিকরা

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৫

ছবি: সংগৃহীত

নেপালে টানা তিন দিনের অনিশ্চয়তার পর অবশেষে স্বস্তির খবর-বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও সফরসঙ্গী সাংবাদিকরা আজ দেশে ফিরছেন বাংলাদেশ বিমানবাহিনীর পাঠানো বিশেষ বিমানে।

বাংলাদেশ দলের নেপাল সফর ছিল দুটি প্রীতি ম্যাচের জন্য। প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করার পর দল প্রস্তুতি নিচ্ছিল দ্বিতীয় ম্যাচের জন্য। কিন্তু এর মধ্যেই দেশটিতে জেন-জি আন্দোলন চরম আকার ধারণ করে। গত মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দ্বিতীয় ম্যাচ বাতিল হয়।

পরিস্থিতি আরও জটিল হয় যখন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগে বাধ্য হন এবং ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। ওইদিনই বাংলাদেশ দলের ফেরার কথা ছিল, কিন্তু ফ্লাইট বন্ধ থাকায় জামাল ভূঁইয়াদের ঢাকায় ফেরা আটকে যায়। এভাবে টানা দুদিন উৎকণ্ঠায় কাটাতে হয় খেলোয়াড় ও সাংবাদিকদের।

অবশেষে গতকাল সন্ধ্যায় নিশ্চিত হয়, বাংলাদেশ বিমানবাহিনী বিশেষ একটি ফ্লাইট পাঠাচ্ছে কাঠমান্ডুতে। অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের (আনফা) একটি বাসে করে বাংলাদেশ দলকে সেনা ও পুলিশের নিরাপত্তায় বিমানবন্দরে আনা হয় রাত পৌনে নয়টায়। স্থানীয় সময় রাত ১১টা ৪৫ মিনিটে বিশেষ ফ্লাইটটি পৌঁছায়।

বিশেষ বিমানে যাত্রীদের দ্রুত তুলতে ইমিগ্রেশনের কাজ রাত ৯টার মধ্যেই শেষ করতে বলা হয়। বাংলাদেশ দল নির্দেশনা মেনে প্রস্তুত হয়ে যায়। বিমানের ইঞ্জিন বন্ধ করা হয়নি, সবাই ওঠার পরপরই সেটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।

ঢাকায় ফেরার আগে বিমানবন্দরে এসে খেলোয়াড়দের বিদায় জানান নেপালে বাংলাদেশের হাইকমিশনার শফিকুর রহমান। তিনি দলের সঙ্গে ভিআইপি লাউঞ্জে অবস্থান করেন এবং সবাইকে বিমানে উঠিয়ে দিয়ে তবেই অফিসে ফেরেন।