শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9497

law-justice

প্রকাশিত

১১ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৮

আপডেট

১১ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪১

আইন আদালত

কোম্পানীগঞ্জে অ’বৈধ বালু উত্তোলন: ড্রেজার ও ২টি বাল্কহেড জব্দ, ৮ জনের কা’রাদণ্ড

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৮

ছবি: সংগৃহীত।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পিয়াইন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত ৮ জনকে কারাদণ্ড দিয়েছেন।

এসময় প্রায় ৬৩ লাখ টাকা মূল্যের একটি বড় ড্রেজার মেশিন ও দুটি বাল্কহেড জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোর ৪টা পর্যন্ত অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়া। অভিযানটি বুধবার রাত ১০টা থেকে শুরু হয়। এতে থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

আটকদের মধ্যে চাটিবহর গ্রামের মৃত মফিজ আলীর ছেলে নাজিম উদ্দিনকে নেতৃত্ব দেওয়ার দায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর ৭ জন- আফাজ উদ্দিন (৩৪), আলী আমজাদ (২৫), বতন মিয়া (৩০), রানা মিয়া (১৯), রুবেল মিয়া (২৫), জামাল মিয়া (৩০) ও মো. সোহাগকে ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

ইউএনও রবিন মিয়া জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। যারা জড়িত থাকবে, সবাইকে আইনের আওতায় আনা হবে।