শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9508

law-justice

প্রকাশিত

১১ সেপ্টেম্বর ২০২৫ ২১:২৩

আইন আদালত

শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা, ‘জয় বাংলা ব্রিগেড’ মামলায় চার্জশিট গ্রহণ

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫ ২১:২৩

ছবি: শেখ হাসিনা।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন।

মামলার বাদী সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক আজ আদালতে আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন।

শুনানি শেষে আদালত আবেদন গ্রহণ করে আদেশ দেন। একই সঙ্গে আজ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তার- সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য থাকলেও পুলিশ তা দাখিল না করায় আদালত আগামী ৯ অক্টোবর নতুন দিন ধার্য করেছেন।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ড. রাব্বি আলম, জয় বাংলা ব্রিগেডের সদস্য কবিরুল ইসলাম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, এলাহী নেওয়াজ মাছুম, জাকির হোসেন জিকু, প্রফেসর তাহেরুজ্জামান, এ কে এম আক্তারুজ্জামান, আওয়ামী লীগ নেতা সাবিনা ইয়াসমিন, আজিদা পারভীন পাখি, শাহীন, অ্যাডভোকেট এ এফ এম দিদারুল ইসলাম, মাকসুদুর রহমান, সাবেক সংসদ সদস্য সৈয়দ রুবিনা আক্তার, পংকজ নাথ, লায়লা বানু, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, রিতু আক্তার, নুরুন্নবী নিবিড়, সাবিনা বেগম ও শরিফুল ইসলাম রমজান।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ১৯ ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ‘জয় বাংলা ব্রিগেড’ গঠন করে আসামিরা গৃহযুদ্ধের মাধ্যমে ক্ষমতা পুনরুদ্ধারের চেষ্টা ও বর্তমান সরকার উৎখাতের ষড়যন্ত্রে অংশগ্রহণ করেছেন।

জুম মিটিংয়ে মোট ৫৭৭ জন অংশগ্রহণকারী দেশ–বিদেশ থেকে সক্রিয়ভাবে অংশ নেন এবং শেখ হাসিনার নির্দেশ পালন করার বিষয়ে একমত হন।

এরপর ২০২৫ সালের ২৭ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের ভিত্তিতে ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে গত ১৪ আগস্ট চার্জশিট দাখিল করা হয়, যা আদালত গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।