শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9503

national

প্রকাশিত

১১ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৮

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়া

অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করায় বাখরাবাদ গ্যাসের আভিযানিক দলের ওপর হামলা

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৮

ছবি: সংগৃহীত।

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, গ্যাস লিকেজ শনাক্ত ও বকেয়া বিল আদায় করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী।

এ ঘটনায় গত ৯ সেপ্টেম্বর চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সহকারী কর্মকর্তা (কারিগরি) ইকবাল হোসেন।

মামলার আসামিরা হলেন- জেলা শহরের পূর্ব মেড্ডা এলাকার বাসিন্দা নাছির, রিপন মিয়া, ইয়াছিন মাহমুদ ও আলমগীর।

মামলার এজহার সূত্রে জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর পূর্ব মেড্ডা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, গ্যাস লিকেজ শনাক্ত ও বকেয়া বিল আদায়ে অভিযানে যায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কুমিল্লা অফিসের একটি দল।

ওই দলের নেতৃত্বে ছিলেন বাখরাবাদের কুমিল্লার উপ-ব্যবস্থাপক কাজী আবু ওবায়েদ।

বাখরাবাদের আভিযানিক দলের সঙ্গে ছিলেন গ্যাস লিকেজ শনাক্তকরণ কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সেলভেশন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের প্রতিনিধিও। 

অভিযানে গ্রাহক তিতন মিয়ার (গ্রাহক সংকেত নম্বর: ১-৪০-০৫২৩০) বাড়ির গ্যাস সংযোগটির বিল বিগত তিন বছর ধরে বকেয়া থাকায় এবং রাইজার ও অভ্যন্তরীণ লাইনে প্রচুর গ্যাস লিকেজ শনাক্ত হওয়ায় দুর্ঘটনা রোধে সংযোগটি বিচ্ছিন্ন করা হয়।

এ ঘটনায় মামলার আসামিরা আভিযানিক দলের প্রধান আবু ওবায়েদসহ অন্যদের ওপর হামলা করে তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এছাড়া সংযোগ বিচ্ছিন্নকৃত রাইজারটিও ছিনিয়ে নেয়।

এছাড়াও আভিযানিক দলের প্রধান আবু ওবায়েদের হাতের ব্রেসলেট এবং শ্রমিক কামরুল মিয়ার কাছে থাকা নগদ ৩,৫০০ টাকা লুটসহ গ্যাস লিকেজ শনাক্তকরণে ব্যবহৃত তিনটি মিটার ছিনিয়ে নেয় হামলাকারীরা।

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আজহারুল ইসলাম বলেন, মামলাটির তদন্ত কাজ চলছে৷ পাশাপাশি আসামিদের গ্রেপ্তারেও চেষ্টা চলছে।