শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9505

tourism

প্রকাশিত

১১ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫৫

পর্যটন

বিমানের নতুন উদ্যোগে সহজ ও সাশ্রয়ী হচ্ছে প্রবাসীদের যাতায়াত

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫৫

ছবি: সংগৃহীত।

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী করতে নতুন পরিকল্পনা নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এতে দীর্ঘদিন ধরে প্রবাসীদের ভোগান্তি কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে।

রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিমানের কুয়েত অফিসে বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান সদ্য দায়িত্বপ্রাপ্ত কান্ট্রি ম্যানেজার এ কে এম ফরহাদ।

তিনি জানান, চট্টগ্রাম প্রবাসীদের দাবির প্রেক্ষিতে এখন মাত্র তিন ঘণ্টার কানেকশনে কুয়েত থেকে চট্টগ্রামে যাওয়া সম্ভব। পাশাপাশি, যাত্রীসংখ্যা বৃদ্ধি পেলে সরাসরি কুয়েত–চট্টগ্রাম ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।

বাজার পরিস্থিতি বিবেচনায় টিকিটমূল্যও কমানো হয়েছে, যা বর্তমানে অন্য এয়ারলাইন্সের তুলনায় সাশ্রয়ী।

প্রবাসীদের জন্য নতুন চালু করা হয়েছে ‘গাল্ফ ক্লাস’, যেখানে যাত্রীরা সর্বনিম্ন ভাড়ায় ২০ কেজি চেক-ইন ব্যাগেজ নিতে পারবেন।

এছাড়া, অতিরিক্ত ব্যাগেজের জন্য বিশেষ প্যাকেজ চালু হয়েছে। এর মধ্যে ৫ কেজি ব্যাগেজের জন্য ১৫ কুয়েতি দিনার, ১০ কেজির জন্য ২০ কুয়েতি দিনার এবং ২৩ কেজির জন্য ৩৩ কুয়েতি দিনার খরচ হবে।

বয়স্ক, নারী, শিশু, শারীরিকভাবে অসুস্থ যাত্রী, হুইলচেয়ার ব্যবহারকারী ও বিজনেস ক্লাস যাত্রীদের জন্য আলাদা কাউন্টার চালু করা হবে, যাতে তারা দ্রুত ও স্বাচ্ছন্দ্যে চেক-ইন করতে পারেন।

ফরহাদ আরও জানান, প্রবাসীদের জন্য ডাবল ট্রিপ টিকিট কেনাই সাশ্রয়ী উপায়, কারণ প্রয়োজন হলে তারিখ পরিবর্তন করা গেলেও নতুন টিকিট কেনার চেয়ে এটি লাভজনক।

তিনি সতর্ক করে বলেন, টিকিট অবশ্যই অনুমোদিত ও লাইসেন্সধারী এজেন্সি থেকে কিনতে হবে। রিফান্ডের ক্ষেত্রে গ্রাহকের লিখিত আবেদন গ্রহণ করা হবে।

মতবিনিময় সভায় স্টেশন ম্যানেজার মোহাম্মদ শাহজাহান বিমান সেবার ইতিবাচক দিক তুলে ধরেন।

উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক আ. হ. জুবেদ ও প্রচার সম্পাদক মহসিন পারভেজ।