
ছবি: সংগৃহীত।
কুমিল্লার বুড়িচং সদরে সোনালী ব্যাংকের ভেতরে এক নারী গ্রাহকের নাকে-মুখে ‘শয়তানের নিঃশ্বাস’ (স্কোপোলামিন) ছিটিয়ে ১ লাখ ৭৪ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে প্রতারক চক্র। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনাটি ঘটেছে বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বুড়িচং সদরের ইসলাম কমপ্লেক্সে অবস্থিত সোনালী ব্যাংকের ভেতরে।
ভুক্তভোগী সামসুন নাহার (৪৫) পীরযাত্রাপুর ইউনিয়নের গোসাইপুর গ্রামের আব্দুল মালেকের স্ত্রী। তিনি জানান, বিদেশে থাকা ছেলে ও ভাইদের পাঠানো টাকা দিয়ে পরিবারের প্রায় ১৫ লাখ টাকার ঋণ শোধ করছেন। সেদিন তিনি ব্যাংক থেকে চেকের মাধ্যমে ১ লাখ ৭৪ হাজার টাকা উত্তোলন করেন।
অভিযোগে বলা হয়েছে, টাকা উত্তোলনের পর ক্যাশ কাউন্টারের সামনে দাঁড়িয়ে গোনার সময় গ্রাহক সেজে ৪-৫ জন প্রতারক তাঁর পাশে আসে। তারা কৌশলে স্কোপোলামিন ছিটিয়ে সামসুন নাহারকে নিয়ন্ত্রণে নেয়। অচেতন অবস্থায় তিনি নিজেই টাকাগুলো প্রতারকদের হাতে তুলে দেন। কিছুক্ষণ পর ব্যাংক থেকে বের হয়ে তাঁর জ্ঞান ফিরলে বুঝতে পারেন টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে তিনি বুড়িচং থানায় লিখিত অভিযোগ করেন।
বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ব্যাংকে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। প্রতারক চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে সোনালী ব্যাংকের বুড়িচং শাখা ব্যবস্থাপক জহুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, প্রতারকরা চতুরভাবে টাকাগুলো নিয়ে যায়। সম্প্রতি কংশনগর সোনালী ব্যাংকেও একই ধরনের ঘটনা ঘটেছে। তিনি গ্রাহকদের সতর্ক থাকার পরামর্শ দেন এবং প্রতারক চক্র শনাক্তে সর্বসাধারণের সহযোগিতা কামনা করেন।