ছবি: সংগৃহিত।
সিলেটের বড়শলা বাইপাস সড়কে পুলিশের চেকপোস্টে ফেনসিডিলের একটি বড় চালানসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এয়ারপোর্ট থানা পুলিশের তল্লাশিতে একটি পাথরবোঝাই ট্রাক থেকে উদ্ধার করা হয় ১৯৭ বোতল ফেনসিডিল।
আটককৃতরা হলেনঃ মেহেরপুর জেলা সদরের সুবিদপুর খানপাড়ার সানোয়ার খানের ছেলে ট্রাকচালক শুভ খান (৩৩) এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর কালিবাড়ির কলিম উল্লাহর ছেলে ট্রাক হেলপার জামিল আহম্মদ (২১)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বড়শলা বাইপাস এলাকায় চেকপোস্ট বসায়। এসময় সন্দেহজনক একটি ট্রাক আটক করে তল্লাশি চালানো হলে পাথরের নিচে লুকানো অবস্থায় ১৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তিনি বলেন, চালক শুভ খান ও হেলপার জামিল আহম্মদ কৌশলে ফেনসিডিল পাচারের চেষ্টা করছিলেন। তবে আগেই তথ্য পাওয়ায় তাদেরকে হাতেনাতে আটক করা সম্ভব হয়েছে।
এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান চলমান থাকবে।
