ছবি: সংগৃহিত।
সিলেট নগরীর লালবাজার এলাকায় ভারতীয় বিভিন্ন কসমেটিকস উদ্ধার ও এক যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮৪ হাজার টাকা।
পুলিশ জানায়, শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টা ৫৫ মিনিটে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মো. আজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে লালবাজারস্থ মোহাম্মদীয়া হোটেলের ১০২ নম্বর কক্ষে অভিযান চালান।
এসময় নরসিংদীর রায়পুরা উপজেলার গৌরিপুর গ্রামের বাসিন্দা মো. তৌহিদুল ইসলাম (২৭) কে গ্রেফতার করা হয়। অভিযানে তার হেফাজত থেকে উদ্ধার করা হয় Indian Pond's Beauty Face wash বড় ৪০ প্যাকেট, ছোট ৫০ প্যাকেট, Indian Skin Shine Cream ৩৭০ পিস, Indian El op-G-Cream ১৯০ পিস এবং Indian FOGG লেখা বিভিন্ন রঙের ২৫টি বডি স্প্রে। এসব কসমেটিকসের আনুমানিক বাজারমূল্য ১,৮৪,৫৭৬ টাকা বলে জানায় পুলিশ। এছাড়া আসামির কাছ থেকে ১০০ টাকার ৩০টি নোট মোট ৩ হাজার টাকা জব্দ করা হয়।
ঘটনাটি নিয়ে কোতোয়ালী মডেল থানায় এফআইআর নং-১০, তারিখ ১২ সেপ্টেম্বর ২০২৫; ধারা 25B(1)(b)/25D The Special Powers Act, 1974 এর অধীনে মামলা রুজু করা হয়েছে। পরে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
