শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9561

national

প্রকাশিত

১৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:০০

জাতীয়

চার জেলার নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:০০

ছবি: সংগৃহীত।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে, যার ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ১৩ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে ১৬ সেপ্টেম্বর সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ ভারতের মেঘালয়, ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ ও সিকিমের উজানে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে।

রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমারের পানি সমতল ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে, ধরলা নদীর পানি স্থিতিশীল।

ব্রহ্মপুত্রের পানি বেড়েছে, যমুনা নদীর পানি স্থিতিশীল, গঙ্গার পানি বৃদ্ধি পেয়েছে এবং পদ্মা স্থিতিশীল রয়েছে।

সিলেট ও ময়মনসিংহের নদীগুলোতে পানির সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে, যার ফলে আগামী ৩ দিন পানি বাড়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, চট্টগ্রামের সাঙ্গু নদীর পানি বেড়েছে, অন্য নদীগুলোর সমতল কিছুটা হ্রাস পেয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সতর্ক করেছে, নদীর পানি বৃদ্ধির কারণে নিম্নাঞ্চলের মানুষদের সর্তক থাকতে হবে এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে হবে।