
ছবি: সংগৃহীত।
গোলাপগঞ্জে আলোচিত যুবদল কর্মী জসিম উদ্দিন রনি হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে গোলাপগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত রনির বড় ভাই বাহার উদ্দিন। তিনি অভিযোগ করেন, রনি হত্যার প্রধান আসামি রাজু প্রকাশ্যে লাইভে এসে বক্তব্য দিলেও আইনশৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ওসির সঙ্গেও যোগাযোগ করা হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।
বাহার উদ্দিন আল্টিমেটাম দিয়ে বলেন, ‘৭২ ঘণ্টার মধ্যে যদি আসামি গ্রেপ্তার না হয়, তবে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে রাস্তায় নামতে বাধ্য হব।’ তিনি রনি হত্যার সুষ্ঠু বিচার পেতে গোলাপগঞ্জবাসীসহ সাংবাদিক এবং সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
এ সময় নিহত রনির মা রাসনা বেগম, সুমন আহমদ, কাওছার আহমদ, ফয়সাল আহমদ, আজিজ আহমদসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১০ আগস্ট ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে গোলাপগঞ্জ পৌর শহরের কদম গাছের তল এলাকায় যুবদল কর্মী জসিম উদ্দিন রনিকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রাজুর জড়িত থাকার অভিযোগ ওঠে। গুরুতর আহত অবস্থায় রনিকে স্বজনরা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরদিন নিহত রনির ভাই বাদী হয়ে রাজুকে প্রধান আসামি করে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।