কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ডিপ্লোমায় ভর্তির সময় বাড়ল
দুই বছর মেয়াদি উচ্চমাধ্যমিক পর্যায়ের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানেও সময় বেড়েছে
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৭

ছবি: সংগৃহীত।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চার বছর মেয়াদি ডিপ্লোমা পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এবং দুই বছর মেয়াদি উচ্চমাধ্যমিক পর্যায়ের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।
এখন আবেদন করা যাবে আগামী ৯ অক্টোবর পর্যন্ত।
রোববার (১৪ সেপ্টেম্বর) কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চার বছর মেয়াদি ডিপ্লোমা পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এবং দুই বছর মেয়াদি উচ্চমাধ্যমিক পর্যায়ের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি আবেদন ও ভর্তির সময়সূচি আগামী ৯ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
এর আগে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।