শিরোনাম
ভারতের কেরালায় মস্তিষ্কখেকো জীবাণুর প্রাদুর্ভাব, ১৭ জনের মৃত্যু হকারদের পুনর্বাসনে প্রস্তুত হচ্ছে লালদিঘীরপাড় মৌলভীবাজারে পিবিআই হেফাজতে খুনের মামলার আসামির অস্বাভাবিক মৃত্যু আটগ্রামে নৌকাবাইচে নৌকাডুবিতে একজন নিখোঁজ: খুঁজছে ফায়ার ব্রিগেড সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশ রোধে সাধারণ জনগণের সহায়তা কামনা করেছে বিজিবি শহীদ না হয়েও ৫২ জনের নাম শহীদ তালিকায়  সাদাপাথর লুটের মামলায় আরেকজন গ্রেপ্তার: এলাকায় গ্রেপ্তার আতংক জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ রাজনৈতিক দলগুলো সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন

https://www.emjanews.com/

9617

national

প্রকাশিত

১৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৯

আপডেট

১৫ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪৬

জাতীয়

শহীদ না হয়েও ৫২ জনের নাম শহীদ তালিকায়

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৯

ছবি: সংগৃহীত।

রাজধানীর ওয়ারীতে জমি নিয়ে বিরোধে নিহত বিএনপি নেতা মো. আল-আমিন ভূঁইয়াকে সরকারিভাবে ‘জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। অথচ তাঁর পরিবারই জানিয়েছে, এ মৃত্যু কোনোভাবেই আন্দোলনের সঙ্গে সম্পর্কিত নয়। শুধু আল-আমিন নন,সরকারি তালিকায় থাকা ৮৩৪ জন শহীদের মধ্যে অন্তত ৫২ জন প্রকৃত অর্থে শহীদ নন। জাতীয় দৈনিক প্রথম আলো-র অনুসন্ধানে এই তথ্য উঠে এসেছে।

সরকার এরই মধ্যে প্রতিটি শহীদ পরিবারকে ৩০ লাখ টাকা অনুদান, মাসে ২০ হাজার টাকা ভাতা ও ঢাকায় ফ্ল্যাট দেওয়ার প্রকল্প হাতে নিয়েছে। এ সুবিধা পাওয়ার আশায় অনেক স্বজন আবেদন করায় ভুলভাবে নাম অন্তর্ভুক্ত হয়েছে বলে জানা গেছে। আন্দোলনের বাইরে অসুস্থতা, দুর্ঘটনা কিংবা রাজনৈতিক সহিংসতায় নিহতদেরও শহীদ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, তালিকা পুনঃযাচাইয়ের কাজ চলছে। জেলা প্রশাসকদের প্রকৃত তথ্য যাচাই করে পাঠাতে বলা হয়েছে।

এদিকে স্বজন ও সংশ্লিষ্ট মহল বলছে, ভুল তালিকার কারণে প্রকৃত শহীদদের সম্মান প্রশ্নবিদ্ধ হচ্ছে। তাই দ্রুত নির্ভুল তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন তাঁরা।