যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও পর্তুগালের ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি ‘লোক দেখানো’ :যুক্তরাষ্ট্র
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২১

ছবি: সংগৃহীত।
যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও পর্তুগালের ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি মূলত ‘লোক দেখানো পদক্ষেপ’ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাদের মনোযোগ গভীর কূটনীতিতে, লোক দেখানো কৌশলে নয়। আমাদের অগ্রাধিকার হলো বন্দিদের মুক্তি, ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করা এবং সমগ্র অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা করা-যা কেবল হামাসমুক্ত পরিস্থিতিতেই সম্ভব।’
এদিন চারটি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। পশ্চিমা কূটনীতির দীর্ঘদিনের নীতিতে এটি এক ঐতিহাসিক পরিবর্তন বলে ধরা হচ্ছে। তবে এই সিদ্ধান্তে ইসরাইল ক্ষুব্ধ হয়েছে এবং যুক্তরাষ্ট্রও প্রকাশ্যে এর বিরোধিতা করেছে।
অন্যদিকে, গাজার অবরুদ্ধ ফিলিস্তিনিরা এ স্বীকৃতিকে বিজয় হিসেবে দেখছেন। তবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘ফিলিস্তিন রাষ্ট্র কখনো প্রতিষ্ঠিত হবে না।’ তাঁর দাবি, জর্ডান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ইসরাইলের অস্তিত্বের জন্য ঝুঁকিপূর্ণ।
এদিকে জানা গেছে, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আরও কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
গাজায় চলমান যুদ্ধ ও ভয়াবহ মানবিক সংকটের প্রেক্ষাপটে এই স্বীকৃতি আন্তর্জাতিক পরিসরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।