শিরোনাম
সিলেটে গত ২৪ ঘণ্টায় ৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত ‘কোন আসনে গ্রিন সিগন্যাল নয়, ঐক্যবদ্ধ লড়াইয়ের নির্দেশ তারেক রহমানের’ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের জন্য সরকার পূর্ণ প্রস্তুতি নিচ্ছে- প্রধান উপদেষ্টা কোম্পানীগঞ্জে ধলাই নদীর চার বালু লুটেরা আটক শাহী ঈদগাহ ক্যাম্পাসের শিক্ষার্থীর আত্মহত্যা: প্রশাসনের তদন্ত কমিটি সিলেটে ৩০ টি স্ট্যান্ডে নির্দিষ্টসংখ্যক অটোরিকসা রাখার নির্দেশ , অমান্যে জরিমানা সিলেটে শামসুদ্দিন হাসপাতালের নামে চাকরির ভুয়া বিজ্ঞাপন অভিযানের প্রথম দিনে নগরীর রাস্তা থেকে অর্ধেক যানবাহন হাওয়া যুক্তরাজ্যের মানচিত্রে যুক্ত হলো ফিলিস্তিন রাষ্ট্র শাবিপ্রবিতে শর্তসাপেক্ষে ছাত্ররাজনীতির অনুমতি

https://www.emjanews.com/

9895

international

প্রকাশিত

২৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৬

আন্তর্জাতিক

হামাস ও মিত্রদের অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন মাহমুদ আব্বাস

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৬

ছবি: সংগৃহীত।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজায় ইসরাইলের সঙ্গে লড়াইরত স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও তাদের মিত্রদের অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈশ্বিক সম্মেলনে ভিডিও বার্তার মাধ্যমে তিনি এ আহ্বান জানান।

আব্বাস বলেন, ‘হামাস এবং তার মিত্রদের অবশ্যই ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র জমা দিতে হবে। আমরা চাই একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র- যেখানে সাধারণ নাগরিকদের কাছে কোনো অস্ত্র থাকবে না, রাষ্ট্র চলবে একক আইনের অধীনে এবং একটি বৈধ নিরাপত্তা বাহিনী থাকবে।’

তিনি আরও জানান, গাজায় যুদ্ধ শেষ হলে তিন মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। সেই সরকারের প্রধান দায়িত্ব হবে প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচন আয়োজন করা। তবে শাসনব্যবস্থায় হামাসের কোনো ভূমিকা থাকবে না; তাদের অবশ্যই অস্ত্র জমা দিতে হবে।

সম্মেলনে আব্বাস যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের গাজায় মানবিক সহায়তা প্রবেশ করতে দিতে হবে এবং জিম্মিদের মুক্ত করতে হবে।’

এ সময় তিনি মিশর, কাতার ও জর্ডানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যস্থতা এবং ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির পরিকল্পনার বিরোধিতার প্রশংসা করেন।

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন আব্বাসের ভিসা বাতিল করায় তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সরাসরি যোগ দিতে পারেননি। ফলে ভিডিও বার্তার মাধ্যমেই তিনি বক্তব্য রাখেন।