ছবি: সংগৃহীত।
হবিগঞ্জের চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানে আবারও দেখা মিলেছে বিরল প্রজাতির মায়া হরিণের।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উদ্যানের ভেতর দিয়ে যাওয়া সড়কের পাশে হরিণটিকে দেখতে পান ব্যাংক কর্মকর্তা বিশ্বজিৎ রায়। তিনি মুহূর্তটি নিজের মোবাইল ক্যামেরায় বন্দী করেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন পর আবারও উদ্যানে দেখা মিলছে মায়া হরিণের। অনেকেই এর ডাকও শুনতে পাচ্ছেন।
বিশ্বজিৎ রায় বলেন, ‘প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। অচেনা অতিথির মতো দাঁড়িয়ে থাকা হরিণটির চোখে ভয় আর কৌতূহল ছিল। কিছুক্ষণ পর সেটি দৌড়ে বনের গভীরে ঢুকে যায়।’
তাঁর তোলা ছবি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। কেউ একে জীববৈচিত্র্যের জাগরণ বলে মন্তব্য করেছেন, আবার কেউ লিখেছেন, ‘এবার শুধু ডাক নয়, চোখেও দেখা গেল।’
স্থানীয়রা জানান, সন্ধ্যা নামলেই আশপাশের পাহাড় ও বন থেকে মায়া হরিণের ডাক শোনা যাচ্ছে। এটি বনের জন্য শুভসংকেত বলেও তিনি মনে করেন।
লালচে-বাদামি রঙের লাজুক স্বভাবের এই প্রাণীকে অনেকে ‘কুঁচকানো হরিণ’ নামে চেনেন। ইংরেজিতে এর নাম Barking Deer, কারণ বিপদ টের পেলেই কুকুরের মতো ডাক দেয় এটি।
সাতছড়ি জাতীয় উদ্যানের রেঞ্জার আনোয়ার হোসেন বলেন, ‘মায়া হরিণ সুরক্ষায় তাঁরা সতর্ক আছেন। স্থানীয়দের প্রত্যাশা, বন সুরক্ষিত থাকলে সাতছড়ি একদিন হরিণের অভয়াশ্রমে পরিণত হবে।’
                        
                        