বিশ্বনাথে ২৪টি মণ্ডপে দুর্গোৎসব: কঠোর নিরাপত্তা ব্যবস্থা
মনিটরিং সেল গঠন, মন্ডপগুলো থাকবে সিসি ক্যামেরার আওতায়
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৩

ছবি: সংগৃহীত।
প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথ উপজেলায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপজেলায় ৮টি ইউনিয়ন ও পৌরসভার মোট ২৪টি মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২২টি সার্বজনীন এবং ২টি ব্যক্তিগত মণ্ডপ।
উপজেলা পূজা উদযাপন পরিষদের তালিকা অনুযায়ী, ২৪টির মধ্যে ১০টি মণ্ডপকে ‘গুরুত্বপূর্ণ’ এবং ১২টিকে ‘অধিক গুরুত্বপূর্ণ’ ধরা হয়েছে।
এছাড়া ব্যক্তিগত দুটি মণ্ডপকে ‘সাধারণ’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ মণ্ডপে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আগামী ২৮ সেপ্টেম্বর থেকে পূজা শুরু হয়ে ২ অক্টোবর বিকেল ৫টার মধ্যে প্রতিমা বিসর্জনের মাধ্যমে উৎসব শেষ হবে।
ইতোমধ্যে বিভিন্ন মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে। কিছু মণ্ডপে অন্যত্র তৈরি প্রতিমা আনা হচ্ছে।
শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে উপজেলা কমিটির পক্ষ থেকে ৯ সদস্যের একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। যে কোনো প্রয়োজনে মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ বা সাধারণ মানুষ মনিটরিং সেলের সঙ্গে যোগাযোগ করতে পারবেন (মোবাইল নম্বর: ০১৭১২১৪৮১৪২, ০১৭১৩৮০৭৯২৬)।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, প্রতিটি মণ্ডপে পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া আনসার, ভলান্টিয়ার, পেট্রল টিম এবং সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি জোরদার করা হবে।
তিনি বলেন, ‘এপর্যন্ত সবকিছু স্বাভাবিক আছে। তবে কেউ যদি কোনো প্রকার অশান্তির চেষ্টা করে, তাকে ছাড় দেওয়া হবে না।’
পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, সর্বমহলের সহযোগিতায় এবারও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন সম্ভব হবে।