
ছবি: ইমজা নিউজ
জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাকে অপমানিত করার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
একই সঙ্গে ফ্যাসিস্ট ও খুনি আওয়ামী লীগের বিচারের দাবিও জানানো হয়।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট মহানগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
পরে মিছিলটি জিন্দাবাজার, বন্দরবাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টার বিজয় চত্বরে এসে পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া ও গালিগালাজ করা হয়েছে। এটি ব্যক্তিগত আক্রমণ নয়, রাজনৈতিক পরিচয়ের কারণেই হামলাটি হয়েছে।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এনসিপি সিলেট জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন এনসিপি সিলেট জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।