সিলেট
লালদিঘি হকার্স মার্কেট পরিদর্শনে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৯

ছবি: সংগৃহীত।
সিলেট মহানগরীর যানজট নিরসন ও সড়কের ভাসমান হকার সমস্যার সমাধানে গৃহীত উদ্যোগের অংশ হিসেবে লালদিঘি হকার্স মার্কেটের সংস্কার কাজ পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
সিসিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে তারা অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বন্দরবাজারস্থ মার্কেটটি ঘুরে দেখেন।
এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, ‘আমরা চাই নগরের সড়কগুলো হকারমুক্ত হোক এবং ফুটপাত দিয়ে মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে। এজন্য লালদিঘি হকার্স মার্কেটে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের বসার সুযোগ তৈরি করা হচ্ছে। এখানে স্থায়ী অবকাঠামো নির্মাণের সুযোগ নেই, তবে উন্মুক্ত স্থানে হকাররা ভাড়া ছাড়াই ব্যবসা করতে পারবেন।’
জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, ‘রাস্তা ও ফুটপাত দখল করে দোকান বসানোর সুযোগ নেই। এজন্য হকারদের রাস্তা থেকে সরিয়ে লালদিঘি হকার্স মার্কেটে আনা হচ্ছে। তাদের কর্মহীন হয়ে পড়া ঠেকাতে এবং ব্যবসার পরিবেশ তৈরি করতে আমরা তিনটি প্রবেশপথসহ প্রয়োজনীয় সুবিধা দিচ্ছি। এখানে কোনো ভাড়া বা জামানত নেওয়া হবে না। তবে কেউ যদি হকারদের আবার রাস্তায় বসাতে চান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, সিলেটে পার্কিং সুবিধার ঘাটতি যানজট বাড়াচ্ছে। এ সমস্যা সমাধানে অবৈধ যানবাহন জব্দ ও জরিমানা কার্যক্রম চলছে। শিগগিরই নগরবাসী এর সুফল পাবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেব, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী রাজি উদ্দিন খান প্রমুখ।