কলকাতার সংবাদে বিএনপি–জামায়াতের নতুন টানাপোড়েন
মির্জা ফখরুলের প্রতিবাদ
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ২২:১৪

ফাইল ছবি
কলকাতার সংবাদমাধ্যম ‘এই সময়’-এ প্রকাশিত একটি সাক্ষাৎকার ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। পত্রিকাটি দাবি করেছে, বিএনপির সঙ্গে আসন্ন নির্বাচন নিয়ে আলোচনায় জামায়াতে ইসলামী ৩০টি আসনের দাবি তুলেছিল। তবে বিএনপি অনেক কম আসনের প্রস্তাব দেয়ায় জামায়াতের সঙ্গে সমঝোতা হয়নি। এ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কিছু বক্তব্যও প্রকাশ করে পত্রিকাটি।
সেখানে ফখরুলকে উদ্ধৃত করে বলা হয়, জামায়াতকে আর মাথায় উঠতে দেবে না বিএনপি। পাশাপাশি তিনি নাকি আরও বলেছেন, পিআর-টিআর সবই বিএনপির ওপর চাপ সৃষ্টি করার কৌশল, জামায়াত নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং বিভিন্ন জায়গায় প্রার্থীর নাম ঘোষণা করছে। ভারতের প্রভাব প্রসঙ্গে তাকে উদ্ধৃত করে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশের পাশে ছিল, তবে বর্তমানে ভারতের শাসকেরা শুধু আওয়ামী লীগের ভাষ্যকেই বাংলাদেশ হিসেবে দেখছে। অথচ বিএনপি একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক দল, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী।
এই সংবাদ প্রকাশের পর নিউ ইয়র্ক সফররত মির্জা ফখরুল প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “ওই নিউজটা ফেইক নিউজ। ওরা (পত্রিকাটি) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এই মিথ্যা, বিভ্রান্তিকর সংবাদ দিয়েছে। কোনো রাজনৈতিক নেতা এরকম অবান্তর কথা বলতে পারে? এটা উদ্দেশ্যমূলক।” তিনি স্পষ্ট করে জানান, ‘এই সময়’–এ প্রকাশিত বক্তব্য তার নয়।
অন্যদিকে জামায়াতে ইসলামী এ বিষয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, “এ ধরনের সম্পূর্ণ অসত্য, অমর্যাদাকর ও প্রতিহিংসাপরায়ণ বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মত প্রবীণ রাজনীতিবিদ দিয়েছেন তা বিশ্বাস করতে আমাদের কষ্ট হয়।” তিনি বলেন, যদি সত্যিই বিএনপি মহাসচিব এ ধরনের বক্তব্য দিয়ে থাকেন তবে জামায়াত তা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একই সঙ্গে জামায়াত কার কাছে ৩০টি আসন দাবি করেছে তার প্রমাণ জাতির সামনে উপস্থাপনের আহ্বান জানান তিনি।
জামায়াতের পক্ষ থেকে আরও বলা হয়, তাদের রাজনীতি দেশের মানুষ ও আল্লাহর সন্তুষ্টির জন্য। জনগণের ওপর তাদের আস্থা রয়েছে এবং ভবিষ্যতে বিএনপি মহাসচিবকে এমন অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে আসন্ন নির্বাচন সামনে রেখে বিএনপি ও জামায়াতের সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।