ছবি: সংগৃহীত।
সিলেট -২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রাার্থী, কেন্দ্রীয় শুরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, ‘একটি দল সরকার গঠন করবে বলে স্বপ্ন দেখছে। জামায়াতের পক্ষে জনগণের অবস্থান দেখে তারা সরকারকে বিভ্রান্ত করছে। কিন্তু পিআর পদ্ধতি ছাড়া এই দেশে কোনো নির্বাচন হবে না। জনগণের ৫ দফা দাবী মেনে নিয়ে নির্বাচন দিতে হবে। জামায়াতে ইসলামী আর কোন স্বৈরাচার মেনে
নেবে না। দেশের ১৮ কোটি মানুষকে সাথে নিয়ে দাবী দাওয়া আদায় করেই সরকার গঠন করবে জামায়াতে ইসলামী।’
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরে কেন্দ্রীয় জামায়াতের কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবীতে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে ও সেক্রেটারী মতিউর রহমান এবং পৌর জামায়াতের সেক্রেটারী জাহিদুর রহমানের যৌথ পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা জামায়াতের এসিস্টেন্ট সেক্রেটারী নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, উপজেলা জামায়তের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, পৌর জামায়াতের আমীর এইচএম আকতার ফাররুক ও নায়েবে আমীর
আবদুস সোবহান।
এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল এসে উপজেলা সদরের ডাকবাংলোতে সমবেত হয়। এরপর বিশাল মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রবাসী চত্বরে পথসভায় মিলিত হয়।
