ছবি: সংগৃহীত।
সংযুক্ত আরব আমিরাত নতুন চার ধরনের ভিজিট ভিসা চালু করেছে। একইসঙ্গে বেশ কিছু পুরনো ভিসার মেয়াদ, শর্ত ও নিয়মে পরিবর্তন আনা হয়েছে।
এ পদক্ষেপের মূল লক্ষ্য হলো বিশ্বজুড়ে থাকা মেধাবী মানুষ, বিশেষজ্ঞ ও ব্যবসায়ীদের আকৃষ্ট করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি, পর্যটন ও বিনোদন খাতকে চাঙ্গা করা।
আইসিপি (ইন্ডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি) এর মহাপরিচালক মেজর জেনারেল সুহাইল সাঈদ আল খাইলি জানিয়েছেন, স্থানীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করেই এই নতুন নিয়ম করা হয়েছে।
নতুন ভিজিট ভিসা
১. কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ ভিসা- প্রযুক্তি খাতের বিশেষজ্ঞরা স্পন্সরের মাধ্যমে একক বা একাধিকবার প্রবেশের সুযোগ পাবেন।
২. বিনোদন ভিসা- যারা কেবল বিনোদনের উদ্দেশ্যে আমিরাত ভ্রমণ করবেন তাদের জন্য।
৩. অনুষ্ঠান ভিসা- সাংস্কৃতিক, অর্থনৈতিক, ক্রীড়া বা যেকোনো ধরনের উৎসব ও সম্মেলনে অংশ নিতে এই ভিসা পাওয়া যাবে, আয়োজক প্রতিষ্ঠানের আমন্ত্রণপত্রসহ।
৪. ক্রুজ জাহাজ কর্মীদের ভিসা- ক্রুজ জাহাজের কর্মীদের জন্য একাধিকবার প্রবেশের সুযোগ থাকবে, লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের জামিন ও ভ্রমণ পরিকল্পনা জমা দিতে হবে।
পুরনো ভিসার পরিবর্তন
মালবাহী ট্রাক চালকের ভিসা- একক বা একাধিকবার প্রবেশের সুযোগ থাকবে, স্পন্সর প্রতিষ্ঠান, আর্থিক নিশ্চয়তা ও স্বাস্থ্য বীমা বাধ্যতামূলক।
আত্মীয়-স্বজন ও বন্ধু ভিসা- জামিনদারের মাসিক আয়ের শর্ত: কাছের আত্মীয় ৪ হাজার দিরহাম, দূরআত্মীয় ৮ হাজার, বন্ধু ১৫ হাজার দিরহাম।
ব্যবসা স্থাপনের ভিসা- আর্থিক সক্ষমতা প্রমাণ বা সমজাতীয় ব্যবসার অভিজ্ঞতা থাকতে হবে।
বিশেষ ও মানবিক ক্ষেত্রে
মানবিক আবেদন- যুদ্ধ, দুর্যোগ বা অস্থিতিশীল দেশের নাগরিকদের জামিন ছাড়াই এক বছরের আবাসনের অনুমতি দিতে পারবেন মহাপরিচালক।
স্বামীহারা বা বিবাহবিচ্ছেদ হওয়া নারী- আমিরাতের নাগরিক স্বামী মারা গেলে বা বিচ্ছেদ হলে ছয় মাসের মধ্যে সন্তানহীন স্ত্রী কিংবা সন্তানদের দায়িত্বে থাকা স্ত্রী স্পন্সর ছাড়াই বসবাসের সুযোগ পাবেন। তবে আর্থিক সক্ষমতা ও বাসস্থানের শর্ত পূরণ করতে হবে।
নতুন এ নিয়মগুলো কার্যকর হলে ভ্রমণ, ব্যবসা ও বসবাসের ক্ষেত্রে প্রবাসীদের জন্য প্রক্রিয়া আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
