https://www.emjanews.com/

10701

surplus

প্রকাশিত

২০ অক্টোবর ২০২৫ ২০:৩১

অন্যান্য

কালো প্লাস্টিক বেশি ভয়ংকর

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫ ২০:৩১

ছবি: সংগৃহীত।

কালো প্লাস্টিকে এমন একধরনের বিষাক্ত রাসায়নিক পদার্থ রয়েছে, যা আগুন ধরার ঝুঁকি কমাতে ব্যবহার করা হয়- কিন্তু তা মানবদেহ ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এমন তথ্য উঠে এসেছে মার্কিন গবেষণা ও পরামর্শক সংস্থা ‘টক্সিক-ফ্রি ফিউচার’-এর সাম্প্রতিক এক গবেষণায়।

গবেষণায় দেখা গেছে, এই রাসায়নিকগুলো খাবার, ধুলা ও বাতাসের মাধ্যমে আমাদের শরীর ও খাদ্যশৃঙ্খলে প্রবেশ করছে। স্বল্প মাত্রাতেও এগুলো ক্যানসার, হরমোনজনিত সমস্যা, স্নায়বিক ক্ষতি, প্রজনন ও শিশুর বিকাশজনিত জটিলতা সৃষ্টি করতে পারে।

গবেষণায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে ‘ডেকা-বিডিই’ (Deca-BDE) নামের একটি রাসায়নিককে, যা ক্যানসার সৃষ্টিকারী উপাদান হিসেবে পরিচিত। স্বাস্থ্যঝুঁকির কারণে এটি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে নিষিদ্ধ। গবেষকেরা কিছু নমুনায় এই রাসায়নিকের মাত্রা অনুমোদিত সীমার চেয়ে ৫ থেকে ১,২০০ গুণ বেশি পেয়েছেন।

করণীয়

গবেষকেরা কালো প্লাস্টিক সম্পূর্ণভাবে ঘর থেকে সরিয়ে ফেলতে এবং এর পুনর্ব্যবহার বন্ধ করতে পরামর্শ দিয়েছেন। এর পরিবর্তে স্টেইনলেস স্টিল বা কাঠের তৈরি জিনিসপত্র ব্যবহার করতে বলেছেন তাঁরা।

অভিভাবকদের উদ্দেশ্যে গবেষকেরা সতর্ক করে বলেছেন, শিশুর খেলনায় প্লাস্টিক এড়িয়ে অন্য উপাদানে তৈরি খেলনা ব্যবহার করা উচিত।

এ ছাড়া বিষাক্ত রাসায়নিকের সংস্পর্শ কমাতে তাঁরা আরও কিছু পরামর্শ দিয়েছেন-

ঘর নিয়মিত পরিষ্কার রাখা

জানালা খুলে বাতাস চলাচলের ব্যবস্থা রাখা

ঘন ঘন হাত ধোয়া

ভেজা কাপড় দিয়ে মেঝে মোছা

গবেষকদের মতে, এসব অভ্যাস ধুলা ও বাতাসে জমে থাকা বিষাক্ত রাসায়নিক দূর করতে সহায়ক, যা পরিবারের সদস্যদের দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি থেকে সুরক্ষা দিতে পারে।

সূত্র: রিডার্স ডাইজেস্ট