ছবি: সংগৃহীত।
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে আজ রাতেই দেখা যাবে মনোমুগ্ধকর ওরিয়নিড উল্কাবৃষ্টি। এ সময় আকাশে দেখা মিলতে পারে আরও দুটি উজ্জ্বল ধূমকেতু - লেমন (Comet C/2025 A6) এবং সোয়ান (Comet C/2025 R2)।
আমেরিকান মেটিওর সোসাইটির তথ্য অনুযায়ী, প্রতিবছর ২ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত চলে এই উল্কাবৃষ্টি, তবে ২০ থেকে ২১ অক্টোবর হলো তা দেখার সেরা সময়।
নাসা জানিয়েছে, শহরের আলোকদূষণ এড়াতে উল্কাবৃষ্টি দেখতে হলে শহর থেকে দূরে, অন্ধকার ও খোলা জায়গায় অবস্থান করাই উত্তম।
সৌভাগ্যবশত, এবার উল্কাবৃষ্টির সময় অমাবস্যা রাত পড়েছে, ফলে আকাশ আরও অন্ধকার থাকবে এবং দৃশ্যটি হবে আরও স্পষ্ট ও রোমাঞ্চকর।
হ্যালির ধূমকেতুর ধূলিকণার ফলে তৈরি এই উল্কাগুলো সেকেন্ডে প্রায় ৬৬ কিলোমিটার গতিতে পৃথিবীর দিকে আসে। প্রতি ঘণ্টায় গড়ে ২০টি পর্যন্ত উল্কা দেখা যেতে পারে। এদের অনেকগুলোর আলোর রেখা এত উজ্জ্বল হয় যে একে বলা হয় ‘অগ্নিগোলক’।
এছাড়া, লেমন ও সোয়ান ধূমকেতুর উপস্থিতিতে এবারকার উল্কাবৃষ্টি হবে আরও আকর্ষণীয়। সূর্যাস্তের দেড় ঘণ্টা পর আকাশে এদের সবচেয়ে ভালোভাবে দেখা যেতে পারে। দুরবিন থাকলে সুবিধা হবে, তবে পরিষ্কার আকাশে খালি চোখেও দেখা সম্ভব।
                        
                        