https://www.emjanews.com/

10934

tourism

প্রকাশিত

২৮ অক্টোবর ২০২৫ ২৩:০০

পর্যটন

৩০ অক্টোবর শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা, ছাড় মিলবে বিমান টিকিটে

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫ ২৩:০০

ছবি: সংগৃহীত।

আগামী ৩০ অক্টোবর থেকে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনের বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) অনুষ্ঠিত হবে। এবারের মেলা ১৩তম আসর, যার আয়োজন করছে দেশের পর্যটনশিল্পের বাণিজ্য সংগঠন টুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার সার্বিক প্রস্তুতি ও আয়োজনের বিবরণ জানানো হয়।

টোয়াবের পরিচালক (বাণিজ্য ও মেলা) মো. তাসলিম আমিন শোভন জানান, এবারের মেলায় ৪টি হলে ২০টি প্যাভিলিয়নসহ ২২০টি স্টল থাকবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও দেশের মধ্যে রয়েছে বাংলাদেশি সরকারি-বেসরকারি পর্যটন সংস্থা, নেপাল, ভুটান, ফিলিপাইন ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের জাতীয় পর্যটন সংস্থা ও ট্রাভেল এজেন্সি।

তিনি আরও জানান, এই দেশগুলো ছাড়াও মালদ্বীপ, সিঙ্গাপুর, ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, শ্রীলঙ্কা, ফিলিপাইন ও তুরস্কের ট্রাভেল এজেন্ট ও ট্যুর অপারেটররা মেলায় অংশ নিচ্ছেন। মেলা চলবে ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। এছাড়া বিজনেস টু বিজনেস (বিটুবি) সেশন, সেমিনার ও সাংস্কৃতিক আয়োজনও থাকছে। মেলায় প্রবেশ ফি ধরা হয়েছে ৫০ টাকা, তবে শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধারা বিনা ফিতে প্রবেশ করতে পারবেন।

মেলার টাইটেল স্পনসর বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড। অংশগ্রহণকারী হোটেল, রিসোর্ট ও ট্রাভেল এজেন্সিগুলো নানা আকর্ষণীয় অফার দেবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, টার্কিশ এয়ারলাইনস ও শ্রীলঙ্কান এয়ারলাইনসের বিভিন্ন গন্তব্যে ১৫ শতাংশ ছাড় থাকবে। এছাড়া থাই এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া ও এয়ার এশিয়ার স্টল থেকেও বিশেষ ছাড় পাওয়া যাবে।

টোয়াবের সভাপতি মো. রাফেউজ্জামান বলেন, ‘এই মেলার প্রধান উদ্দেশ্য হলো পর্যটন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর টেকসই উন্নয়ন। আমরা আশা করছি, এবারের মেলা ব্যবসায়ী, দেশি-বিদেশি পর্যটক এবং পর্যটনশিল্প সংশ্লিষ্ট সকলের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (বিক্রয়) মোহাম্মদ শামসুল করিম, ঢাকায় টার্কিশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক ইসলাম গুরে, এবং এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সভাপতি তানজিম আনোয়ার প্রমুখ।