শিরোনাম
সিলেট ২ আসন/বিএনপি নেতাকর্মীরা ব্যক্তি নয় ধানের শীষের পতাকাতলেই  আছে ,থাকবে : লুনা সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘনায় ৩ জন নিহত: আহত ২৫ জরুরী তলবে আরিফুল হক চৌধুরী ঢাকায় মাঝরাতে বিএনপির চার নেতা বহিস্কার বিএনপিও যুক্তরাজ্য প্রবাসীকে দিল সিলেট -৩ আসনের টিকেট নির্বাচনে এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন ৩ প্রবাসী মৌলভীবাজার-১ মিঠু, মৌলভীবাজার-২ সকু, মৌলভীবাজার-৩ নাসের এবং মৌলভীবাজার-৪ আসনে মজিবর বিএনপি’র মনোনয়ন পেলেন হবিগঞ্জ-২ জীবন, হবিগঞ্জ-৩ গউছ এবং হবিগঞ্জ-৪ আসনে ফয়সাল বিএনপি’র মনোনয়ন পেলেন সুনামগঞ্জ-১ আনিসুল, সুনামগঞ্জ-৩ কয়ছর এবং সুনামগঞ্জ-৫ আসনে মিলন বিএনপি’র মনোনয়ন পেলেন

https://www.emjanews.com/

10981

sylhet

প্রকাশিত

৩০ অক্টোবর ২০২৫ ১৩:৩৩

আপডেট

৩০ অক্টোবর ২০২৫ ১৪:০১

সিলেট

কমলগঞ্জের লাউয়াছড়ায় ডাকাতি, আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ছয়দুল গ্রেফতার

ঢাকা থেকে র‍্যাব-৯ ও র‍্যাব-১০ এর যৌথ অভিযানে আটক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫ ১৩:৩৩

ছবি: সংগৃহীত।

মৌলভীবাজারের কমলগঞ্জে সিএনজিতে ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ছয়দুল ইসলাম (২৬)-কে রাজধানী ঢাকার ডেমরা এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে র‍্যাব-৯ ও র‍্যাব-১০ এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ৩১ মে ২০২৫ তারিখ রাতে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় ভয়াবহ ডাকাতির এই ঘটনা ঘটে। পল্লী বিদ্যুৎ বিভাগের লাইনম্যান অমর জিৎ চন্দ্র পাল সিলেটের শ্রীমঙ্গল থেকে নিজ বাড়ি কুলাউড়ার নছিরগঞ্জ যাচ্ছিলেন। ভানুগাছ বাজার অতিক্রম করার সময় ১০-১৫ জন ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্রসহ রাস্তায় গাছ ফেলে সিএনজি ও মোটরসাইকেল আটকে চালক ও যাত্রীদের মারধর করে, তাদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ ৭৯ হাজার টাকার মালামাল ছিনিয়ে নেয়।

ঘটনার পর অমর জিৎ চন্দ্র পাল বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা (নং-০১/৭১, তারিখ ০১/০৬/২০২৫, ধারা ৩৯৫/৩৯৭) দায়ের করেন। মামলার পর থেকে র‍্যাব-৯ বিষয়টি ছায়া তদন্তে নেয় এবং ডাকাত দলের সদস্যদের শনাক্তে তৎপরতা চালায়।

এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার ও র‍্যাব-১০, সিপিসি-১, ঢাকার একটি যৌথ দল ডেমরার মাতুয়াইল বাদশা মিয়া রোড এলাকায় অভিযান চালিয়ে ছয়দুল ইসলামকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ছয়দুল ইসলামের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার দক্ষিণ কানাইদেশী গ্রামে। তার পিতা আইয়ুব আলী।

র‍্যাব জানায়, ছয়দুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ জানায়, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।