https://www.emjanews.com/

11019

surplus

প্রকাশিত

৩১ অক্টোবর ২০২৫ ১৯:২২

অন্যান্য

দক্ষিণ সুরমায় বিদেশি মদসহ এক মাদক কারবারি গ্রে’ফতার

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫ ১৯:২২

ছবি: সংগৃহীত।

সিলেটের দক্ষিণ সুরমা থানার পুলিশের অভিযানে ৩০ বোতল বিদেশি হুইস্কি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

এসএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে এসআই (নিঃ) সুমন চক্রবর্তী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় কদমতলী এলাকায় হোটেল আল তৌফিকের সামনে পাকা রাস্তা থেকে মো. আব্দুল মালেক (৪৫) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুল মালেক সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার শিবপুর গ্রামের মৃত রমিজ মিয়ার ছেলে। বর্তমানে তিনি দক্ষিণ সুরমার নুরপুর শিববাড়ি এলাকার ময়না মিয়ার কলোনিতে বসবাস করতেন।

অভিযানকালে তার কাছ থেকে ৩০ বোতল হুইস্কি উদ্ধার করা হয়। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) টেবিল ২৪(ক) ধারায় মামলা (নম্বর-২১, তারিখ: ৩১/১০/২০২৫) দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতকে শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।