https://www.emjanews.com/

11040

surplus

প্রকাশিত

০১ নভেম্বর ২০২৫ ১৮:৪০

অন্যান্য

বার্মিংহামে বাংলাদেশ কমিউনিটির শ্রদ্ধায় বিদায় জানানো হলো জি এম মাহমুদ মিয়াকে

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫ ১৮:৪০

ছবি: আলহাজ্ব গোলাম মোহাম্মদ মাহমুদ মিয়া

মৌলভীবাজার জেলা সদরের বালিকান্দি গ্রামের কৃতিমান সন্তান, সিলেট বিভাগের গর্ব, যুক্তরাজ্যের বার্মিংহামে বসবাসরত জনপ্রিয় কমিউনিটি ব্যক্তিত্ব, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ্ব গোলাম মোহাম্মদ মাহমুদ মিয়াকে অশ্রুসিক্ত নয়নে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানালো বৃটেনের বাংলাদেশ কমিউনিটি।

বৃটেনের বিভিন্ন শহর থেকে আগত অসংখ্য প্রবাসীর অংশগ্রহণে গত ২৭ অক্টোবর (সোমবার) বাদ জোহর বার্মিংহাম সেন্ট্রাল মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে বার্মিংহাম কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের ছেলে শেখ হাতিম মিয়া মোজাম্মিল।

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর শুক্রবার রাত ১২টা ১৪ মিনিটে বার্মিংহামের নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আলহাজ্ব জি এম মাহমুদ মিয়া ছিলেন কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সিলেট ডিভিশন অব ক্যুইবেকের প্রতিষ্ঠাতা সভাপতি, কানাডা বাংলা স্কুলের সাবেক সভাপতি, কানাডা মৌলভীবাজার সমিতি, মৌলভীবাজার জেলা আন্দোলন ও সিলেট বিভাগ বাস্তবায়ন আন্দোলনসহ প্রবাসে বিভিন্ন সংগঠনের সক্রিয় পৃষ্ঠপোষক।

তিনি মৌলভীবাজার জেলায় সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে আন্দোলনের অন্যতম উদ্যোক্তা ছিলেন।

এছাড়া তিনি ছিলেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র উপদেষ্টা, শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন ‘অন্বেষা’ মৌলভীবাজার-এর প্রবাসী দাতা, এবং নিজ এলাকার মসজিদ-মাদ্রাসাসহ বহু সামাজিক প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক।

গণমাধ্যমের সঙ্গেও তাঁর ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। তিনি ডেইলি সিলেট ও দৈনিক মৌলভীবাজার ডটকম-এর চেয়ারম্যান ছিলেন এবং ইউকে বিডি টিভি-র সঙ্গেও যুক্ত ছিলেন।

মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইউকে বিডি টিভি পরিবার। এক লিখিত বিবৃতিতে ইউকে বিডি টিভির চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, উপদেষ্টা সাইদুর রহমান রেনু, ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার খায়রুল আলম লিংকন, ভাইস চেয়ারম্যান শেখ নুরুল ইসলাম, ফাইন্যান্স ডিরেক্টর শাহ শাফি কাদির, কালচারাল কো-অর্ডিনেটর হেলেন ইসলাম, কমিউনিকেশন ডিরেক্টর রাধাকান্ত ধর, ডিরেক্টর আব্দুর রউফ তালুকদার, জয়নুর রহমান, সম্পাদক কাওছারুল আলম রিটন, সাবেক ছাত্রনেতা হাজী আব্দুল বাছিত, বদরুল হক মনসুর, নাজমুল ইসলাম সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনার মোহাম্মদ মকিস মনসুরসহ অন্যান্য নেতৃবৃন্দ বলেন, ‘আলহাজ্ব জি এম মাহমুদ মিয়া ছিলেন এক নিঃস্বার্থ সমাজসেবক। তিনি আজীবন বাংলাদেশ, কানাডা ও যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। তিন দেশের কমিউনিটির মধ্যে সেতুবন্ধনে তাঁর অবদান অনস্বীকার্য।’

তাঁরা আরও বলেন, ‘তিনি অত্যন্ত পরহেজগার, পাঁচ ওয়াক্ত নামাজি ও জনহিতৈষী একজন সজ্জন মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে প্রবাসী সমাজে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।’

শেষে সবাই মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর জান্নাতবাস কামনা করেন। দেশে-বিদেশের সকলকে মরহুমের আত্মার শান্তির জন্য দোয়ার আহ্বান জানানো হয়।