https://www.emjanews.com/

11848

weather

প্রকাশিত

০১ ডিসেম্বর ২০২৫ ২০:৩৬

আবহাওয়া

সিলেটে হালকা বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫ ২০:৩৬

ছবি: সংগৃহিত

সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১ ডিসেম্বর) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আকাশ আংশিক মেঘলা থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে উত্তর-পূর্বাঞ্চলের কিছু স্থানে হালকা কুয়াশা পড়তে পারে। এ সময় রাতের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, তবে দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।

সোমবারের পূর্বাভাস অনুযায়ী, বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও আংশিক মেঘলা আকাশের পাশাপাশি সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

তবে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এবং শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার পরবর্তী ২৪ ঘণ্টাতেও দেশের আকাশ আংশিক মেঘলা থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরে উত্তর-পূর্বাঞ্চলের কিছু জায়গায় হালকা কুয়াশা দেখা দিতে পারে। এই সময়ে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।