https://www.emjanews.com/

12018

economics

প্রকাশিত

০৭ ডিসেম্বর ২০২৫ ২১:১৯

অর্থনীতি

লিটারে ৬ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫ ২১:১৯

ছবি: সংগৃহিত

বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠকের পর লিটারে ৬ টাকা বাড়ানো হয়েছে সয়াবিন তেলের দাম। নতুন দাম অনুযায়ী এক লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৯৫ টাকায়।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স এন্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের পক্ষ থেকে রোববার (৭ ডিসেম্বর) নতুন মূল্য ঘোষণা করা হয়, যা সোমবার (৮ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

সংস্থার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুচরা পর্যায়ে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম এখন ১৯৫ টাকা, যা আগে ১৮৯ টাকা ছিল।

এছাড়া প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হবে ১৭৬ টাকায় (আগে ১৭০ টাকা), পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৬ টাকা এবং পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম হবে ৯৫৫ টাকা।

প্রসঙ্গত, ১০ নভেম্বর লিটারে ৯ টাকা বাড়ানোর অনুমতি চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল সংস্থা। এরপর ২৪ নভেম্বর আবারও দাম সমন্বয়ের সুপারিশ করা হয়। কিন্তু মন্ত্রণালয় সাড়া না দেওয়ায় ব্যবসায়ী সংগঠন অনুমতি ছাড়াই লিটারে ৯ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেল ১৯৮ টাকায় বাজারে ছাড়ে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, `সরকারকে না জানিয়ে আমদানিকারক ও বাজারজাতকারী কোম্পানিগুলো ভোজ্যতেলের দাম বাড়িয়েছে।'

পরে বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠকের পর লিটারে ৬ টাকা বৃদ্ধি চূড়ান্ত করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের শোকজও দেওয়া হয়েছে।